নিউজ ডেস্কঃঃ
বাংলাদেশ টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক হলেন নুরুল হাসান সোহান। জিম্বাবুয়ে সফরের জন্য দায়িত্ব পেয়েছেন এ উইকেটকিপার ব্যাটার।
শুক্রবার দল নিয়ে গুলশানের এক হোটেলে বৈঠকের পর আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বিষয়গুলো নিশ্চিত করেন বিসিবির পরিচালক জালাল ইউনূস। একইসঙ্গে ঘোষণা করা হয় জিম্বাবুয়ে সিরিজের দুই ফরম্যাটের দল।
উইন্ডিজ সিরিজের পর মাহমুদউল্লাহ রিয়াদের অধিনায়কত্ব নিয়ে গুঞ্জন শুরু হয়। টি-টোয়েন্টিতে টানা পরাজয় ও ব্যক্তিগত পারফরম্যান্সের জন্য তাকে দাঁড় করানো হয় সমালোচনার কাঠগড়ায়। শেষ পর্যন্ত রিয়াদকে দল থেকে বাদ পড়তে হলো।
অবশ্য বিসিবি বলছে এ অভিজ্ঞ তারকাকে বিশ্রাম রাখা হয়েছে। উইন্ডিজ থেকে দেশে ফেরার পর তার সঙ্গে প্রথম দফায় বৃহস্পতিবার আলোচনায় বসেন নির্বাচক ও বোর্ড কর্তারা।
শুক্রবার দ্বিতীয় দফায় আলোচনায় বসে বিসিবি সিদ্ধান্ত নেয় যে আপাতত রিয়াদকে বিশ্রামে রাখা হবে। টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনিই দলের নেতৃত্ব দেবেন কিনা সে সিদ্ধান্ত হবে পরে।
জালাল ইউনূস বলেন, ‘আমাদের টি-টোয়েন্টিতে রিয়াদ ক্যাপ্টেন ছিল। ওর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি নতুন একটা দল পাঠানোর। এই দলের অধিনায়ক হবে সোহান।’
রিয়াদের সঙ্গে অন্য দুই সিনিয়র সদস্য সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমকেও জিম্বাবুয়ে সফর থেকে বিশ্রামে রেখেছে বিসিবি।
২৬ জুলাই জিম্বাবুয়ের উদ্দেশে দেশ ছাড়বে দল। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি মাঠে গড়াবে ৩০ জুলাই। এরপর ৩১ জুলাই দ্বিতীয় ম্যাচ আর সিরিজের শেষ ম্যাচ হবে ২ আগস্ট।
এরপর শুরু দুই দলের ওডিআই সিরিজ। প্রথম ওয়ানডে ম্যাচ হবে ৫ আগস্ট। দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে হবে যথাক্রমে ৭ ও ১০ আগস্ট। সফরের সব কটি ম্যাচের ভেন্যু হারারে স্পোর্টস ক্লাব।
Leave a Reply