নিউজ ডেস্ক :
জনপ্রিয় ইংরেজি ভাষা শিক্ষা প্রতিষ্ঠান ব্রিটিশ-আমেরিকান ইংলিশ ইনস্টিটিউট গোলাপগঞ্জে তার শাখা সম্প্রসারিত করল। গোলাপগঞ্জের প্রাণকেন্দ্র চৌমুহনীস্থ হাজী আসিদ আলী কমপ্লেক্স এর দ্বিতীয় তলায় তার দ্বিতীয় শাখা বিগত ৩০ জুন বিকাল ৩:০০ ঘটিকার সময় অনুষ্ঠিত হল। উক্ত শুভ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রিটিশ-আমেরিকান ইংলিশ ইনস্টিটিউট এর প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক, ব্রিটিশ কাউন্সিলের স্কুলস অ্যাম্বাসেডর এবং সরকারি মোহাম্মদ চৌধুরী (এমসি) একাডেমির স্বনামধন্য ইংরেজি শিক্ষক জনাব জাকের আহমদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ পৌরসভার জননন্দিত মেয়র জনাব আমিনুল ইসলাম রাবেল। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটি, সিলেট, বাংলাদেশের ইংরেজি বিভাগের স্বনামধন্য প্রভাষক জনাব এনাম আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইডিপি, সিলেট অঞ্চলের কো-অর্ডিনেটর জনাব আনিসুর রহমান সরকার এহিয়া, লন্ডন প্রবাসী সফটওয়্যার ইঞ্জিনিয়ার জনাব জুবায়ের আহমদ সিদ্দিকী, বিশিষ্ট সাংবাদিক জনাব আব্দুল আহাদ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ পৌরসভার অন্যতম কাউন্সিলর জনাব জহির উদ্দিন সেলিম, রাণাপিং আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের সিনিয়র শিক্ষক জনাব বিপুল চন্দ্র দাস, আইয়েলটস্ কর্নার, গোলাপগঞ্জের ব্যবস্থাপনা পরিচালক জনাব উজ্জ্বল মাহমুদ খান প্রমুখ। অনুষ্ঠানে বক্তাগণ ব্যবস্থাপনা পরিচালকের এমন উদ্যোগকে স্বাগত জানান এবং অত্র প্রতিষ্ঠানের মাধ্যমে উপজেলার শিক্ষার্থীদের ইংরেজি ভাষা শিখার ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জনাব জাকের আহমদ ইংরেজি ভাষা শিক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীদের সকল ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করবেন বলে আশ্বাস প্রদান করেন। ভবিষ্যতে ইংরেজি শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতার মনোভাব সৃষ্টির লক্ষ্যে এবং ইংরেজি ভাষায় তাদের দক্ষতা বৃদ্ধির জন্য বাৎসরিক ভিত্তিতে ইংরেজি স্পিচ প্রতিযোগিতা আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে একটি ভবিষ্যৎ পরিকল্পনা ব্যক্ত করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন ব্রিটিশ আমেরিকান ইংলিশ ইনস্টিটিউট এর অন্যতম প্রতিষ্ঠাতা পরিচালক ও জনপ্রিয় ইন্সট্রাক্টরস জনাব রুহুল আমিন এবং তাহের হোসেইন।
উল্লেখ্য ব্রিটিশ-আমেরিকান ইংলিশ ইনস্টিটিউট বিগত প্রায় পাঁচ বছর যাবত অত্যন্ত সুনামের সাথে ইংরেজি ভাষা শিক্ষা দানের ক্ষেত্রে ব্যাপক ভূমিকা পালন করে আসছে। ইতিমধ্যেই অত্র প্রতিষ্ঠানে কোর্স করে শিক্ষার্থীরা আইএলটিএস পরীক্ষায় ব্যাপক সাফল্য অর্জন করে চলেছে। শিক্ষার্থীদের মধ্য থেকে কেউ কেউ ৭.৫ পর্যন্ত ও পেয়েছে যা অত্যন্ত কৃতিত্বপূর্ণ ফলাফল বলে মনে করা হয়।
Leave a Reply