বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ১১:৩৯ অপরাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
আজকের সংবাদ শিরোনাম :
৫৮ কর্মকর্তা ও ৪ হাজার ২৪৬ র‍্যাব সদস্যের শাস্তি হয়েছে: ডিজি গাজায় বর্বর হত্যাযজ্ঞ চলছেই, নিহত ৪৪ হাজার ছাড়িয়ে বিজয় দিবসে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে খালেদা জিয়া ও তারেক রহমানকে আমন্ত্রণ দুদকের নতুন চেয়ারম্যান ড. মোমেন সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী মোহাম্মদ আল-বশির ভারতে গ্রেপ্তারকৃত সিলেট আ. লীগ ও যুবলীগের ৫ নেতার জামিন ভারতে ভেঙে দেওয়া হলো প্রায় ২০০ বছরের পুরোনো মসজিদের একাংশ ভারতে বাংলাদেশ মিশনে হামলা : মতবিরোধ শান্তিপূর্ণভাবে সমাধান করার আহ্বান যুক্তরাষ্ট্রের সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে আবারো কড়াকড়ি ভারত শেখ হাসিনাকে ফেরত পাঠাবে, আশা টবি ক্যাডম্যানের
বৃটেনের কার্ডিফ কাউন্টি কাউন্সিলে লেবার পার্টির জয়জয়কার ; দুই বোনসহ পাঁচ বাঙালি কাউন্সিলার নির্বাচিত

বৃটেনের কার্ডিফ কাউন্টি কাউন্সিলে লেবার পার্টির জয়জয়কার ; দুই বোনসহ পাঁচ বাঙালি কাউন্সিলার নির্বাচিত

নিউজ ডেস্কঃ

বৃটেনের ওয়েলসের রাজধানী কার্ডিফ শহরের কার্ডিফ কাউন্টি কাউন্সিনের নির্বাচনেও এক নাগালে তৃতীয়বারের মতো কাডিফ কাউন্সিলে লেবার পার্টির বিজয় লাভ করেছে। খবর বাপসনিউজ।

যুক্তরাজ্যে স্থানীয় সরকার নির্বাচন ৫ই মে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। ৬ ই মে শুক্রবার ঘোষিত ফলাফল অনুযায়ী

লেবার পার্টি পেয়েছে ৫৫ টি আসন, কনজার্ভেটিভ পার্টি পেয়েছে ১১ টি আসন, লিবারেল ডেমোক্রেটিক পেয়েছে ১০ টি আসন, প্লেইড ও গ্রীন পেয়েছে ২টি ও প্রোপেল ১ টি আসনে জয়লাভ করেছে।

কার্ডিফ কাউন্টি কাউন্সিনের নির্বাচনে কচুয়া গ্রামের আপন দুই বোন সহ পাঁচজন সিলেটি বাঙালি কাউন্সিলার নির্বাচিত হয়ে ইতিহাস সৃষ্টি করেছেন।

গত কাউন্সিলে বাংলাদেশী কাউন্সিলারদের সংখ্যা ছিলো তিন। এবার তা বেড়ে দাঁড়িয়েছে পাঁচে। এতে কার্ডিফ বাংলাদেশ কমিউনিটির জন্য আনন্দের সংবাদ, তাদের এমন বিজয়ের সংবাদে আনন্দে উৎফুল্ল সমগ্র কমিউনিটি নেতৃবৃন্দ।

কার্ডিফ কাউন্টি কাউন্সিলের নির্বাচিত ৫ জন কাউন্সিলাররা হচ্ছেন কাডিফের ক্যাথেইজ ওয়ার্ড সিলেটের দকিন সুরমার বড়ইকান্দি ইউনিয়নের য়চান্দাই গ্রামে জন্মগ্রহণকারী কাডিফ কাউন্সিলের সাবেক ডেপুটি লড মেয়র আলহাজ্ব আলী আহমদ লেবার পার্টি থেকে পূণরায় নির্বাচিত হয়েছেন। কাডিফ নথ ওয়ার্ড থেকে ওসমানী নগর উপজেলার তাজপুর ইউনিয়নের কামিনিকান্দি,গ্রামে জন্মগ্রহণকারী কাডিফ কাউন্সিলের সাবেক ডেপুটি লড মেয়র দিলওয়ার আলী লেবার পার্টি থেকে চতুর্থবারের মতো নির্বাচিত হয়েছেন।

 

মৌলভীবাজার জেলা সদরে ৬নং একাটুনা ইউনিয়নের কচুয়া গ্রামের আপন দুই বোন একই কাউন্সিলে নির্বাচিত হয়ে নব ইতিহাসের সূচনা করেছেন। একজন হচ্ছেন ড. বাবলিন মল্লিক লিবারেল ডেমোক্র্যাট থেকে কিনকয়েড ওয়ার্ডে পূণরায় জয়লাভ করেছেন, ড. বাবলিন এর বড় বোন জেসমিন চৌধুরী ক্যান্টন ওয়ার্ডে লেবার পার্টি থেকে কাউন্সিলার নির্বাচিত হয়েছেন। এদিকে মৌলভীবাজার জেলা সদরে ৬নং একাটুনা ইউনিয়নের নিধির মহল গ্রামে জন্মগ্রহণকারী জিএসসির চেয়ারপার্সন সালেহ আহমদ হিলি ও ফেয়ার ওয়াটার ওয়ার্ডে লেবার পার্টি থেকে প্রথমবারের মত অংশনিয়ে কাউন্সিলার নির্বাচিত হয়ে চমক দেখিয়েছেন।

উল্লেখ্য যে বাবলিন মল্লিক ও জেসমিন চৌধুরীর গর্বিত পিতা বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির জাতীয় পরিষদ সদস্য ও মৌলভীবাজার মহকুমা ছাত্রলীগের প্রতিষ্ঠাতাকালীন সভাপতি বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ও

কমিউনিটি লিডার মোহাম্মদ ফিরুজ আহমদ দুই কন্যা বাবলিন মল্লিক ও জেসমিন চৌধুরীর সহ যারা নির্বাচিত হয়েছেন সবার উজ্জ্বল ভবিষ্যত কামনা ও কমিউনিটির সবার দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

এদিকে ইউকে বিডি টিভির চেয়ারম্যান ও ইউনিটি অব মৌলভীবাজার আহব্বায়ক গ্রেটার সিলেট কাউন্সিল ইন ইউকের কেন্দ্রীয় সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি মোহাম্মদ মকিস মনসুর এক অভিনন্দন বার্তায় বৃটেনের কার্ডিফ কাউন্টি কাউন্সিলে আমার নিজ গ্রামের দুই জন, আমার ইউনিয়নের তিনজন সহ মোট পাঁচজন বাঙালি ( সিলেটি) কাউন্সিলার নির্বাচিত হওয়ায় সর্বস্তরের বাসিন্দারা আনন্দিত ও উৎফুল্ল হয়েছেন বলে উল্লেখ করে উনাদের সুসাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে সবাইকে বিজয়ের অভিনন্দন ও লাল গোলাপ শুভেচ্ছা জানিয়ে কমিউনিটির উন্নয়নে অতীতের ধারাবাহিকতা বজায় রেখে আগামী দিনে ও নির্বাচিত কাউন্সিলারবৃন্দ আর ও বলিষ্ঠ ভৃমিকা রাখবেন বলে আশাবাদ ব্যাক্ত করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.

আর্কাইভ

Weather

booked.net




© All Rights Reserved – 2019-2021
Design BY positiveit.us
usbdnews24