নিউজ ডেস্ক :
করোনা প্রতিরোধী টিকা কিনতে সরকারের প্রায় ২০ হাজার কোটি টাকা খরচ হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
সচিবালয়ে সোমবার (২৫ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে সম্প্রতি টিকা নিয়ে দেয়া টিআইবির প্রতিবেদন প্রসঙ্গে নিজের বক্তব্যে তিনি এ তথ্য জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘৪০ হাজার কোটি টাকার টিকা দেয়া হয়েছে বলেছি কিন্তু এটা সরকার খরচ করেছে এটা বলিনি। সরকার খরচ করেছে ২০ হাজার কোটি টাকা প্রায়। বাকিটা যে সাড়ে ৯ কোটি টিকা বিনামূল্য পেয়েছি সেটার দাম হিসাব করে বলেছি।’
তিনি বলেন, ‘ইতিমধ্যে প্রায় ১৩ কোটি প্রথম ডোজ, ১১ কোটি ৬০ লাখ দ্বিতীয়, বুস্টার প্রায় ১ কোটি দিয়েছি। মোট জনগোষ্ঠীর ৭৫ শতাংশকে প্রথম ডোজ, ৬৮ শতাংশকে দ্বিতীয় আর বুস্টার ডোজ দেয়া হয়েছে ৭ শতাংশকে।
‘টিকার সাফল্যের কারণে সরকারের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। এ কারণে নানা আলোচনা হয়। এসব আলোচনায় সঠিক তথ্য সব সময় আসে না। টিআইবি রিপোর্ট দিয়েছে, বেশ কিছু তথ্য আছে যেগুলো সত্য নয়। টেলিফোনের মাধ্যমে তথ্য নেয়া হয়েছে। সার্ভে করা হয়েছে মাত্র ১৮শ মানুষের মধ্যে। এত ছোট পরিসরে সার্ভে করায় সঠিক তথ্য উঠে আসেনি। এটার সাইজ এতো ছোট যে আমরা এটাকে সঠিক বলে ধরে নিতে পারি না।’
টিআইবির প্রতিবেদনের সমালোচনা করে তিনি বলেন, ‘ষাটোর্ধরা টিকা পায়নি এ তথ্য ঠিক নয়। দেশে কেউ বাকি নেই। যারা পায়নি তারা নিজের ইচ্ছায় নেয়নি।
‘আমরা কমিউনিটি ক্লিনিক, ভাসমান মানুষের কাছেও টিকা নিয়ে গেছি। টিকা নিতে ঘুষ দিতে হয়েছে এ তথ্যও মেনে নিতে পারছি না। মহিলা ও প্রতিবন্ধিদের জন্য আলাদা বুথ করা হয়েছিল।’
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘প্রথমে ভারতের কাছ থেকে টিকা নেয়া হয়েছে, পরে চীনের কাছ থেকে নিয়েছি। সেটা ভারত ও কোভেক্সের টিকার দামের কাছাকাছি। কোভেক্স থেকে ১০ কোটি ডোজ কিনেছি, এটা ডব্লিউএইচও তে গেলে দাম জানতে পারবেন। সবচেয়ে বেশি টিকা বিনা মূল্যে পেয়েছি।’
Leave a Reply