নিউজ ডেস্ক :
পাকিস্তানের ২৩তম প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) নেতা শাহবাজ শরিফ। সোমবার (১১ এপ্রিল) তিনি নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথও নিয়েছেন।
এরপরই শুরু হয়েছে শাহবাজের নতুন মন্ত্রিসভা কেমন হবে। কে স্থান পাচ্ছেন মন্ত্রিসভায়, সেটা নিয়ে জল্পনা-কল্পনা চলছে।
শাহবাজের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পেছনে ইমরানবিরোধী পুরো রাজনৈতিক জোটেরই অবদান আছে। সে কারণে এই সব দলের নেতাদেরই উপস্থিতি মন্ত্রিসভায় থাকবে, সেটাই স্বাভাবিক। এর ব্যতিক্রম হবে না বলেই জানানো হচ্ছে সংবাদমাধ্যমগুলোতেও।
ডন ও জিও নিউজের খবরে বলা হয়, খুব শিগগিরই মন্ত্রিসভা গঠন করতে যাচ্ছেন নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সবচেয়ে বড় দল হিসেবে শাহবাজের দল পিএমএলের (এন) ১২ নেতা মন্ত্রিসভায় স্থান পেতে পারেন। এ ছাড়া দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে বিলাওয়াল ভুট্টো জারদারির দল পিপিপির ৭ জন নেতা মন্ত্রিসভায় জায়গা পাবেন।
এর বাইরে জেইউআই-এফের ৪ জন, এমকিউএম-পির ২ জন এবং এএনপি, জামহুরি ওয়াতান পার্টি ও বেলুচিস্তান আওয়ামী পার্টির একজন করে নেতা নতুন মন্ত্রিসভায় স্থান করে নিতে পারেন।
এর মধ্যে বিলাওয়াল ভুট্টো জারদারি পররাষ্ট্রমন্ত্রী হতে পারেন বলে শোনা যাচ্ছে। পিপিপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন ৩৩ বছর বয়সী বিলাওয়াল।
Leave a Reply