নিউজ ডেস্ক :
সিলেট জেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিল আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠিত হওয়ার কথা। সম্মেলন স্থল হিসেবে নির্ধারণ করা হয়েছিল সিলেট সরকারি আলীয় মাদ্রাসা মাঠ। কিন্তু আজ সম্মেলন স্থল পরিবর্তন করে রেজিস্টারি মাঠ নির্ধারণ করা হয়েছে।
রবিবার সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার এ তথ্য নিশ্চিত করেছেন।
কামরুল হুদা জায়গীরদার জানান, মঙ্গলবার আলিয়া মাদরাসা মাঠের পার্শ্ববর্তী জেলা স্টেডিয়ামে বাংলাদেশ ও মঙ্গোলিয়া ফুটবল দলের মধ্যে খেলা অনুষ্ঠিত হবে। তাই সবদিক বিবেচনায় কেন্দ্রের সম্মতিতে সম্মেলন ও কাউন্সিলের স্থান পরিবর্তন করা হয়েছে।
উল্লেখ্য, গত ২১ মার্চ সিলেট জেলা বিএনপির বহুল কাঙ্ক্ষিত সম্মেলন ও কাউন্সিল হওয়ার কথা থাকলেও ঠিক আগের দিন কেন্দ্র থেকে ‘অনিবার্য’ কারণ দেখিয়ে তা স্থগিত করা হয়। পরে ২৯ মার্চ সম্মেলন ও কাউন্সিলের তারিখ ধার্য করা হয়।
Leave a Reply