নিউজ ডেস্ক :
বাছাইপর্বের শেষ ম্যাচে শেষ মুহূর্তের গোলে সার্বিয়ার কাছে হেরে বিশ্বকাপের সুযোগ যেখানে হাতছাড়া করেছিল পর্তুগাল, সেখান থেকেই যেন ফিরে পেল ফিরে আসার মন্ত্র। বিশ্বকাপের প্লে-অফে নিজেদের মাঠে তুরস্ককে হারিয়ে বিশ্বকাপের আশা ফের বাঁচিয়ে রাখল তারা।
বৃহস্পতিবার রাতে প্লে-অফ সেমিফাইনালে তুরস্কের বিপক্ষে ৩-১ গোলে জিতেছে ফের্নান্দো সান্তোসের দল।
ম্যাচের ১৫তম মিনিটে অটাভিও গোলে এগিয়ে যায় পর্তুগাল। এরপর ৪২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে দিয়েগো জোটা।
দ্বিতীয়ার্ধের ৬৫তম মিনিটে তুরস্কের হয়ে ইলমাজ এক গোল করে ম্যাচে উত্তেজনা ফিরিয়ে আনেন। এরপর নির্ধারিত সময়ে পাঁচ মিনিট আগে তুরস্কের পাওয়া পেনাল্টি মিস হয়। আর যোগ করা সময়ের চতুর্থ মিনিটে পর্তুগালের নুনেজ গোল করে সব উত্তেজনার মাটিচাপা দেন।
আগামী মঙ্গলবার প্লে-অফ ফাইনালে নর্থ মেসিডোনিয়ার মুখোমুখি হবে পর্তুগাল। সেই ম্যাচের জয়ী দল পাবে কাতারের টিকেট।
Leave a Reply