নিউজ ডেস্ক :
বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পর ফ্রান্সের মিডফিল্ডার পল পগবার পাওয়া মেডেল চুরি হয়ে গেছে। গত সপ্তাহে তার বাড়িতে চুরির ঘটনা ঘটে। চুরি যাওয়া সামগ্রীর ভেতর চ্যাম্পিয়ন দলের সদস্য হিসেবে পগবার পাওয়া মেডেলটিও ছিল।
২০১৮ সালে হওয়া বিশ্বকাপের ফাইনালে ক্রোয়েশিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ফ্রান্স। সেই দলের অন্যতম সদস্য ছিলেন পগবা।
গত ১৫ মার্চ ওল্ড ট্র্যাফোর্ডে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ম্যানচেস্টার ইউনাইটেডের চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচের সময় চুরির ঘটনা ঘটেছিল। যখন বাড়ির ভেতর পগবার সন্তানরা ঘুমাচ্ছিল, তখন সেখানে ভাঙচুর করা হয়।
গত মঙ্গলবার একটি ফ্রেঞ্চ পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে পগবা বলেন, ‘চুরি যাওয়া সামগ্রীর ভেতর আমার মায়ের কাছ থেকে পাওয়া গহনা ও বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পদক ছিল। আমি সবচেয়ে ভয় পেয়েছিলাম এজন্য যে ঘটনার সময় আমার দুই সন্তান কেয়ারটেকারের সঙ্গে বাড়িতেই ছিল।’
তিনি আরও বলেন, ‘কেয়ারটেকার সবকিছু শুনতে পেয়ে আমার স্ত্রী ও নিরাপত্তাকর্মীদের ডাকেন। তারপর ছেলেদের নিয়ে একটি ঘরে লুকিয়ে পড়েন। বড় ব্যাপার হলো আমার সন্তানরা ভালো আছে।’
Leave a Reply