দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে জয় করায়ত্ত করলেন।
দক্ষিণ আফ্রিকার মাটিতে দেশটির বিপক্ষে এটাই বাংলাদেশের প্রথম কোনো ম্যাচ জয়। ২০১৭ সালে তিন ওয়ানডে এবং দুটি করে টেস্ট ও টি-টোয়েন্টির ছয়টিতেই হারে বাজেভাবে।
এরআগে দেশটির বিপক্ষে ২১ বারের মুখোমুখি লড়াইয়ে ১৭ হারের বিপক্ষে মাত্র ৪ জয় ছিল বাংলাদেশের। তবে এর একটিও ছিল না তাদের মাটিতে। অবশেষে সেই আক্ষেপ আর অপ্রাপ্তি ঘোচালেন তামিম ইকবালের দল।
সেঞ্চুরিয়নে আজকের এই জয়ের পর দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশ দলের পারফরম্যান্স দাঁড়াল ১৫ ম্যাচ ১ জয় ১৩ পরাজয় এবং একটি ম্যাচে নো রেজাল্ট।
সাকিব আল হাসান, লিটন দাস ও ইয়াসির আলী রাব্বির দুরন্ত তিন অর্ধশতকে বাংলাদেশ সংগ্রহ করে ৩১৪ রান। সে রান টপকাতে পারেনি প্রোটিয়ারা। তারা থামে ২৬৮ রানে। ৩৮ রানে ম্যাচ জেতে বাংলাদেশ।
বাংলাদেশের পক্ষে বল হাতে উজ্জ্বল ছিলেন মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।
পরপর দুটি বিদেশ সফরে দুটি ‘প্রথম জয়ের’ এর স্বাদ পেল বাংলাদেশ। বছরের শুরুতে ক্রাইস্টচার্চে নিউ জিল্যান্ডকে টেস্টে হারিয়ে দেশটিতে স্বাগতিকদের বিপক্ষে তিন সংস্করণ মিলিয়ে ৩৩তম দেখায় প্রথম জয় পায় টাইগাররা।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ৫০ ওভারে ৩১৪/৭ (তামিম ৪১, লিটন ৫০, সাকিব ৭৭, মুশফিক ৯, ইয়াসির ৫০, মাহমুদউল্লাহ ২৫, আফিফ ১৭, মিরাজ ১৯*, তাসকিন ৭*; এনগিডি ১০-১-৭৫-১, রাবাদা ১০-০-৫৭-১, ইয়াসেন ১০-১-৫৭-২, মহারাজ ১০-০-৫৬-২, ফেলুকওয়ায়ো ১০-১-৬৩-১)
দক্ষিণ আফ্রিকা: ৪৮.৫ ওভারে ২৭৬ (ভেরেইনা ২১, মালান ৪, বাভুমা ৩১, মার্করাম ০, ফন ডার ডুসেন ৮৬, মিলার ৭৯, ফেলুকওয়ায়ো ২, ইয়ানসেন ২, রাবাদা ১, মহারাজ ২৩, এনগিডি ১৫*; সাকিব ১০-০-৫৪-০, শরিফুল ৮-০-৪৭-২, তাসকিন ১০-১-৩৬-৩, মোস্তাফিজ ১০-০-৫০-০, মিরাজ ৯-০-৬১-৪, মাহমুদউল্লাহ ১.৫-০-২৪-১)
ফল: বাংলাদেশ ৩৮ রানে জয়ী
সিরিজ: তিন ম্যাচ সিরিজের প্রথমটি শেষে বাংলাদেশ ১-০ তে এগিয়ে।
ম্যান অব দ্য ম্যাচ: সাকিব আল হাসান
আগামী ২০ মার্চ সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। তৃতীয় ম্যাচ ২৩ তারিখে।
বাংলাদেশ দল
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলী, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান
দক্ষিণ আফ্রিকা দল
কাইল ভেরেইনা, ইয়ানেমান মালান, টেম্বা বাভুমা (অধিনায়ক), এইডেন মার্করাম, রাসি ফন ডার ডুসেন, ডেভিড মিলার, আন্দিলে ফেলুকওয়ায়ো, মহারাজ, কাগিসো রাবাদা, মার্কো ইয়ানসেন, লুঙ্গি এনগিডি
Leave a Reply