লন্ডন ডেস্কঃ
বৃটেনের মহারাণী কর্তৃক নিযুক্ত বৃহত্তর লন্ডনের লর্ড স্যার কেনিথ অলিসা অ-বি-ই গত ১২ই নভেম্বর শুক্রবার বিশিষ্ট সমাজ সেবক ও বাংলাদেশ হিন্দু এসোসিয়েশনের সভাপতি প্রশান্ত দত্ত পুরকায়স্হকে দ্যা বৃটিশ অ্যামপায়ার মেডাল প্রদান করেন।
সুদীর্ঘ ২০ বৎসর যাবত বাংলাদেশ হিন্দু এসোসিয়শন ইউকের মাধ্যমে সমাজ সেবা ও করনাকালীন সময়ে বৃহত্তর জনগোষ্টী, এমনকি বাংলাদেশও ভুক্তভোগীদের সেবা ও সাহায্য প্রদানের জন্য নিবেদিতপ্রাণ প্রশান্ত পুরকায়স্হ এ সম্মাননা লাভ করেন। তিনি এসোসিয়েশনের কর্মী, সদস্য, সদস্যা, শুভানুধ্যায়ী, সংগঠন ও স্বপরিবারের সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
Leave a Reply