নিউজ ডেস্কঃ
বিতর্কিত দক্ষিণ চীন সাগরে দুটি ফিলিপাইনি সাপ্লাই বোটের ওপর জলকামান ছুড়েছে তিনটি চীনা কোস্টগার্ড জাহাজ। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) এখবর জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়, দেশটির পররাষ্ট্রমন্ত্রী তেওডোরো লোকসিন বলেছেন, বলেছেন যে ঘটনাটি ১৬ নভেম্বর আয়ুঙ্গিন শোলের (দ্বিতীয় থমাস শোল) কাছে ঘটেছিল। বোটগুলো কাছাকাছি অবস্থিত সামরিক সদস্যদের জন্য খাদ্য নিয়ে যাচ্ছিল। চাপের মুখে তারা মিশন বাতিল করতে বাধ্য হয়।
তিনি আরও বলেন, চীনা কোস্টগার্ডের এই কাজ সম্পূর্ণ অবৈধ। এই অঞ্চলে এবং এর আশেপাশে চীনের কোনো আইন প্রয়োগের অধিকার নেই। তাদের অবশ্যই ফিরে যেতে হবে।
Leave a Reply