নিউজ ডেস্কঃ
সারাদেশের মতো সিলেটেও রোববার (১৪ নভেম্বর) থেকে শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা। এই শিক্ষাবোর্ড থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ১ লাখ ২১ হাজার ১৩১ জন শিক্ষার্থী। বিভাগের ১৪৬টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সিলেট শিক্ষা বোর্ড সূত্র জানায়, গতবারের তুলনায় এ বছর এসএসসি পরীক্ষার্থী বেড়েছে ৪ হাজার ৭৬১ জন। বেড়েছে শিক্ষা প্রতিষ্ঠানও। গেল বছর এই বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ১৬ হাজার ৩৭০ জন। এ বছর পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র ৫৩ হাজার ৯৪০ জন ও ছাত্রী ৬৭ হাজার ১৯১ জন।
জেলাওয়ারি পরিসংখ্যানে দেখা গেছে, ২০২১ সালে সিলেট জেলায় ৩৫৩টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে অংশ গ্রহণ করছে ৪৩ হাজার ৫১৭ জন পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্র ১৯ হাজার ৭২৫ জন ও ছাত্রী ২৩ হাজার ৭৯২ জন।
সুনামগঞ্জ জেলার ২১৬টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২৬ হাজার ৪৫৯ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে। এর মধ্যে ছাত্র ১২ হাজার ৩১৫ জন ও ১৪ হাজার ১৪৪ জন ছাত্রী।
মৌলভীবাজার জেলার ১৮৫টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২৬ হাজার ৭৪১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। তাদের মধ্যে ছাত্র ১১ হাজার ১৩৫ জন ও ছাত্রী ১৫ হাজার ৬০৬ জন।
হবিগঞ্জ জেলায় ১৬৫টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে অংশগ্রহণ করছে ২৪ হাজার ৪১৪ জন পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্র ১০ হাজার ৭৬৫ জন ও ছাত্রী ১৩ হাজার ৬৪৯ জন।
রোববার শুরু হওয়া পরীক্ষা প্রতিদিন সকাল ও বিকেলে দুই শিফটে অনুষ্ঠিত হবে। সকালের পরীক্ষা ১০টায় এবং বিকেলের পরীক্ষা শুরু হবে দুপুর ২টায়।
বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর অরুন চন্দ্র পাল জানান, করোনার কারণে এ বছর বিলম্বে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষায় বিষয় কমানোর পাশাপাশি সময়ও কমানো হয়েছে। সুন্দর পরিবেশে পরীক্ষা গ্রহণের জন্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. রমা বিজয় সরকার জানান, করোনার ভয় কাটিয়ে শিক্ষার্থীরা এখন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন। আশা করি ভালো পরিবেশে পরীক্ষা গ্রহণ করা হবে।
Leave a Reply