নিউজ ডেস্কঃ
উৎসবমুখর পরিবেশে সিলেট জেলার ১৫টি ইউনিয়নের ভোটগ্রহণ বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল ৮টা থেকে শুরু হয়েছে। এই ১৫টি ইউনিয়নের মধ্যে রয়েছে সিলেট সদর উপজেলার ৪টি, বালাগঞ্জ উপজেলার ৬টি ও কোম্পানীগঞ্জ উপজেলার ৫টি ইউনিয়ন। এসব কেন্দ্রে ভোটগ্রহণ চলবে একটানা বিকেল ৪টা পর্যন্ত।
সরেজমিনে দেখা যায়, সকাল ৭টার পর থেকে সিলেট সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের নোয়াগাও প্রাইমারি বিদ্যালয়ে ব্যাপক ভোটারের উপস্থিতি চোখে পড়ে। বিশেষ করে নারী ভোটারের উপস্থিতি ছিল লক্ষণীয়।
সিলেট জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শুক্কুর আহমদ মিয়া জানান, এসব কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের জন্য পর্যাপ্ত পরিমাণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে তারা প্রস্তুত রয়েছেন।
Leave a Reply