নিউজ ডেস্কঃ
কাতারে কেন্দ্রীয় আইনসভা শুরা কাউন্সিলে দু’জন নারীকে নিয়োগ দিয়েছেন। মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক জাতীয় দৈনিক গালফ নিউজ।
উপসাগরীয় দেশ কাতারের কেন্দ্রীয় আইনসভা শুরf কাউন্সিলে মোট আসন সংখ্যা ৪৫টি। দেশটির সংবিধানে ৩০টি আসনে নির্বাচনের নির্দেশনা দেওয়া আছে, বাকি ১৫ টি আসনে জনপ্রতিনিধিদের নিয়োগ দেওয়ার ক্ষমতা আছে আমিরের।
সেই অনুযায়ী, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি দুই নারী শেখা বিনতে ইউসুফ আল জুফাইরি এবং হামদা বিনতে হাসান আল সুলাইতিকে নিয়োগ করেন।
চলতি বছর ০২ অক্টোবর ইতিহাসে প্রথমবারের মত জাতীয় নির্বাচন হয় কাতারে। সেই নির্বাচনে ৩০টি আসনে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ২০ জন নারী। তবে তাদের কেউই জয়ী হতে পারেননি।
গত কয়েক বছর ধরে কাতারে নারী অধিকার পরস্থিতির ধারাবাহিক উন্নতি হচ্ছে। তবে দেশটির জাতীয় ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থগুলোর অভিযোগ- এখনও সেখানে নারীদের বিয়ে, ভ্রমণ ও সন্তান জন্মদানকালীন স্বাস্থ্যসেবা গ্রহণের জন্য স্বামী বা কোনো পুরুষ অভিভাবকের অনুমতি নিতে হয়।
মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশগুলোর মধ্যে নারী অধিকার বাস্তবায়নে সবচেয়ে এগিয়ে আছে কুয়েত। তবে এখনও দেশটিতে সিদ্ধান্ত নেওয়ার অধিকার পুরুষদের হাতেই কুক্ষিগত।
Leave a Reply