লন্ডন ডেস্কঃ
বিশ্বনাথ এইড ইউকের আয়োজিত চ্যারেটি ডিনার ও ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে গৃহ নির্মানে ৫ হাজার পাউন্ডের বেশি অর্থের প্রতিশ্রুতি দিয়েছেন দাতারা। গত ৬ অক্টোবর পূর্ব লন্ডনের হোয়াইট চ্যাপেলের সোনারগাঁও রেস্টুরেন্টে আয়োজিত ডিনার পার্টি থেকে ৩১শ পাউন্ড এবং সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত টুর্নামেন্টের মাধ্যমে আরো প্রায় ২ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি পাওয়া যায়।
সংগ্রহিত অর্থ দিয়ে বিশ্বনাথের একটি দরিদ্র পরিবারকে গৃহ নির্মান করা দেয়া হবে বলে জানানো হয়েছে।
সংগঠনের সভাপতি আব্দুর রহিম রঞ্জুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকির হোসেন কয়েছ এবং সাবেক সাধারণ সম্পাদক আব্দুল বাছিত রফির পরিচালনায় অনুষ্ঠানে স্পন্সরদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
এসময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাউন্সিলার ব্যারিস্টার নাজির আহমদ, কমিউনিটি নেতা কে এম আবু তাহের চৌধুরী, ব্যবসায়ী মনির আহমদ, বিশ্বনাথ এইড ইউকের সাবেক সভাপতি মিসবাহ উদ্দিন, ব্যবসায়ী তোফাজ্জল আলম, কাউন্সিলার শাহ সোহেল, ব্যবসায়ী গোলজার খান, আব্দুস সুবহান, এডভোকেট হাবিবুর রহমান হাবিব, ক্রিড়া ব্যক্তিত্ব আনফর আলী, আখলাকুর রহমান, ইয়াকুব আলী, খালিস মিয়া, আলম শেখ, ফখরুল ইসলাম, বিশ্বনাথ এইড ইউকের সাবেক সভাপতি খালেদ খান, ইসি মেম্বর, জাকেল বখত চৌধুরী, ফারুক মিয়া, বিশ্বনাথ এইট এর এস সভাপতি আই খান, কমিউনিটি নেতা আজির উদ্দিন, কাওছার উদ্দিন, নুরুল ইসলাম, কদর উদ্দিন, তানভীর আহমদ, সুমেদ খান, সাংবাদিক খালেদ মাসুদ রনি প্রমুখ।
সভায় জানানো হয় বিশ্বনাথ উপজেলার প্রতিটি ইউনিয়নে পর্যায়ে ক্রমে গৃহহীনদের ঘর নির্মান করে দিবে বিশ্বনাথ এইড ইউকে। এতে সকলের সহযোগিতা কামনা করা হয়।
যারা প্রতিশ্রুতি দিয়েছেন তারা হচ্ছেন
জেএমজি কার্গোর স্বত্ত্বাধিকারী মনির আহমদ ৫০ হাজার, সোনারগাঁও রেস্টুরেন্টে ডায়রেক্টর তোফাজ্জুল আলম ৫শ পাউন্ড, মুনলাইট রেস্টুরেন্টের স্বত্ত্বাধিকারী আব্দুল ছোবহান ৫০ হাজার টাকা, এডভোকেট হাবিবুর রহমান হাবিব ৫০ হাজার, বিশ্বনাথ এইড এর ইসি মেম্বার জাকেল বখত চৌধুরী ৫০ হাজার, বিশ্বনাথ কমিউনিটি এসোসিয়েশন আখলাকুর রহমান ও আখতার মিয়া ২শ পাউন্ড, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের সাবেক সভাপতি মানিক মিয়া ১শ পাউন্ড, বিশ্বনাথ এইড ইউকের লাইফ মেম্বার কমিউনিটি নেতা কে এম আবু তাহের ১শ পাউন্ড, জামিল খান ১শ পাউন্ড, আব্দুল মালিক ১শ পাউন্ড, আনফর আলী বিএসএ কর্মকর্তা ১শ পাউন্ড, আজম খান ১শ পাউন্ড, বিশ্বনাথ এইড ইউকের সাবেক সভাপতি খালেদ খান ১শ পাউন্ড, বিশ্বনাথ এইড ইউকের লাইফ মেম্বার কবির মিয়া ২শ পাউন্ড।
এছাড়া স্পন্সর প্রতিষ্ঠানগুলো হচ্ছে জেএমজি কার্গো, শাহ গ্লোবাল, মেনর গ্লেজিং, সোনারগাঁও রেস্টুরেন্ট, মোসকান লন্ডন, ইম্প্রেশন ইভেন্ট ভেনু, মুনলাইট তান্দুররি, আলী তান্দুরি ও এলিট স্টার স্পোর্টস কমপ্লেক্স।
Leave a Reply