অর্থনীতি ডেস্কঃ
এ সপ্তাহের বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র পাওয়া গেছে।
ডিএসই ও সিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।
এদিন ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৬৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৭ হাজার ২৪৮ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ৩২ পয়েন্ট এবং ডিএসইএস বা শরিয়াহ সূচক ২৪ পয়েন্ট কমে যথাক্রমে অবস্থান করে ২৭১৭ ও ১৫৬৬ পয়েন্টে।
এদিন ডিএসইতে কোম্পানির শেয়ার লেনদেনে দর বেড়েছে ১০৬টির, কমেছে ২৪১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টি কোম্পানির।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক ১৭৬ পয়েন্ট কমে ২১ হাজার ১৮৩ পয়েন্টে অবস্থান করছে।
Leave a Reply