স্পোর্টস ডেস্কঃ
মেয়েদের অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপের ম্যাসকট প্রকাশ করল ফিফা। নারীশক্তির ইঙ্গিতবাহক এই ম্যাসকটের যার নাম ইভা। আগামী বছর ১১-৩০ অক্টোবর ভারতে হওয়ার কথা অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ।
অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপের আয়োজকদের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ‘ইভা শক্তিশালী, প্রাণোচ্ছল ও নজরকাড়া এশিয়াটিক প্রজাতির সিংহী। দলগত ঐক্য ও সংহতি, সহনশীলতা, দানশীলতা এবং অন্যদের ক্ষমতাশালী করে তোলার মাধ্যমে অনুপ্রেরণা ও উৎসাহ জোগানোই ইভার লক্ষ্য। খাসি ভাষায় ইভার অর্থ দূরদর্শিতা বা বিচারশক্তি। ভারত সহ সারা বিশ্বের মেয়েদের উপযুক্ত সিদ্ধান্ত নেওয়া এবং নিজেদের দক্ষতার পূর্ণ বিকাশ ঘটানোর বিষয়ে অনুপ্রেরণা জোগাবে ইভা।’
চিফ উওমেন্স ফুটবল অফিসার সারাই বারেমান বলেছেন, ‘ইভা ভীষণ প্রেরণাদায়ক একটা চরিত্র। এই রকম একটা ম্যাসকটের মধ্যে দিয়ে ভারতের মতো সারা বিশ্বে ফিফা একটা নির্দিষ্ট বার্তা পৌঁছে দিতে চায়।
করোনা না হলে অনেক আগেই মেয়েদের এই বিশ্বকাপ হয়ে যেত। সারাইয়ের কথায়, ২০২২ সাল মেয়েদের ফুটবলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বছর হতে চলেছে। ভবিষ্যতের ফুটবল তারকারা ভারতে তাদের স্কিল দেখানোর সুযোগ পাবে। তার ঠিক ন’মাস পর অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে মেয়েদের বিশ্বকাপ হবে। ভারত থেকেই মেয়েদের ফুটবলকে এগিয়ে দেওয়ার কাজ শুরু হয়ে যাবে।
Leave a Reply