নিউজ ডেস্কঃ
ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছেন, আফগানিস্তানে আইএস জঙ্গিগোষ্ঠীকে সংগঠিত ও পৃষ্ঠপোষকতা করছে যুক্তরাষ্ট্র।
আফগানিস্তানের কুন্দুজ শহরের একটি মসজিদে শুক্রবার ভয়াবহ বোমা বিস্ফোরণে ৫৫ জন নিহত এবং আরও শতাধিক মুসল্লি আহত হয়েছেন। জঙ্গিগোষ্ঠী আইএস ওই হামলার দায় স্বীকার করেছে। খবর তাসনিম নিউজের।
হামলায় হতাহতের জন্য গভীর শোক ও সমবেদনা জানিয়ে আফগানিস্তানের সরকার জনগণকে বার্তা পাঠিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি।
একে বোমা হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তিনি বলেছেন, এ কথা কারও অজানা নয় যে, মার্কিন সমর্থন ও পরিকল্পনায় সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ আফগানিস্তানে বেড়ে উঠেছে।
ইরানি প্রেসিডেন্ট বলেন, সম্প্রতি আমেরিকা আইএসকে আফগানিস্তানে তৎপরতা চালানোর সুযোগ করে দিয়েছে এবং তাদের মূল মূলোৎপাটনের ক্ষেত্রে বাধা দিয়েছে।
Leave a Reply