পৃথিবীতে আমরা সবাই
ভিন্ন ধাঁচের পাপী,
আপন আপন বাটখারাতে
অন্যের পাপ মাপি।
এমন হলে ভালো হতো
তেমন হলে মন্দ,
নিজের ছেড়ে অন্যের গায়ে
খুঁজি দুর্গন্ধ।
নিজের চরকায় তেল না দিয়ে
অন্যের পথে হাঁটি,
পান থেকে চুন খসলে
সব হয়ে যায় মাটি।
জ্ঞানে সবাই বিদ্যাসাগর
ভণ্ড জ্ঞান পাপী,
সুশীল নামের আবডালে
স্বার্থ তাসবিহ জঁপি।
বেপরোয়া স্বার্থ খেলা
অন্যের ভালো চায়না,
মুখোশ খুলে পরবে ভয়ে
দেখেন না তাই আয়না।
একটু শুদ্ধ হলে এমন
কি যে কার কি ক্ষতি,
মানুষ আমরা খুঁজে পেতাম
সুখ শান্তি সম্প্রীতি।
Leave a Reply