লাইফস্টাইল ডেস্কঃ মার্কিন অভিনেত্রী জেন্ডায়া হাজির হলেন ৭৮তম ভেনিস চলচ্চিত্র উৎসবে। যেন পানির নিচ থেকে উঠে এলেন, দাঁড়ালেন আর জয় করলেন। এটিকে বলা হচ্ছে এখন পর্যন্ত জেনদায়ার ক্যারিয়ারের সেরা ‘ফ্যাশন মোমেন্ট’। জেন্ডায়া পরেছিলেন বাদামি–ধূসর রঙা লেদারের বালমেঁ গাউন। ‘ডিউন’ সিনেমার প্রিমিয়ারে হেঁটে গেছেন, আর সব কটি চোখ ঘুরে স্থির হয়েছে তাঁর দিকে।
ফ্রেঞ্চ লাক্সারি ব্র্যান্ড বালমেঁর পোশাক পরে এর আগেও অনেক উৎসব আলোকিত করেছেন বিশ্ব তারকারা। তবে জেনদায়া যেন সেটিকেই দিলেন এক অন্য মাত্রা। এই পোশাকের সঙ্গে জেনদায়ার গলায় ছিল ইতালীয় লাক্সারি ব্র্যান্ড বুলগারির হীরার নেকলেস। হীরার নেকলেসে ৯৩ ক্যারেটের স্বচ্ছ এমারেল্ডের পেনডান্ট।
‘হুইমজিক্যাল’ লুকের জন্য নামডাক আছে জেন্ডায়ার। মেকআপেও থাকে নুড মুড। সব মিলিয়ে নিজের আলাদা ফ্যাশন স্টেটমেন্ট তৈরিতে শতভাগ সফল জেন্ডায়া। তাঁর ১০ কোটি ৭০ লাখ ফলোয়ারও সেটি বিশ্বাস করে।
এর আগে বেট অ্যাওয়ার্ড অনুষ্ঠানে জেন্ডায়া ইতালীয় লাক্সারি ব্র্যান্ড ভারসাচির কালার ব্লকড ফ্রি ফ্লোয়িং পোশাক পরেছিলেন। চুলগুলো শক্ত বাঁধনে আটকানো। এর বাইরে হাতে, কানে, গলায় কোথাও কোনো অলংকার নেই। ২০০৩ সালের বেট অ্যাওয়ার্ডে বিয়ন্সেও ঠিক একই ধরনের পোশাক পরেছিলেন। তবে সেটির দৈর্ঘ্য ছিল ছোট আর কিঞ্চিৎ আঁটসাঁট। এই সাজপোশাকের মাধ্যমে জেন্ডায়া বিয়ন্সের সেই সাজ পোশাককে ‘ট্রিবিউট’ দিয়েছেন।
এর আগে ২০২১ সালের অস্কারের আসরেও জেন্ডায়া সবার চোখ ছানাবড়া করে পরে এসেছিলেন সানশাইন ইয়েলো কাটআউট মাইসন ভ্যালেন্তিনো গাউন। সেদিন চুলগুলোকে দিয়েছিলেন অবাধ স্বাধীনতা। আর মুখের দিকে তাকালে বোঝাই যাচ্ছিল না যে মেকআপ করেছেন নাকি করেননি। সেদিনও গলায় ছিল বুলগারির হীরার কারুকার্যময় হার। এ বছর তরুণ অভিনেত্রী ও গায়িকা জেন্ডায়া এই তিনটি পোশাক দারুণ প্রশংসিত হয়েছে। সাড়া ফেলেছে ফ্যাশন ইন্ডাস্ট্রিতে।
Leave a Reply