নিউজ ডেস্কঃ অন্য একজনকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন রাশিয়ার জরুরি সেবা বিষয়ক মন্ত্রী ইয়েভজেনি জিনিচেভ। সুমেরু অঞ্চলের শহর নোরিলসকে প্রশিক্ষণ মহড়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
মঙ্গলবার শহরটিতে বড় ধরনের মহড়ার পরিদর্শনে গিয়েছিলেন ৫৫ বছর বয়সী এই মন্ত্রী। এ সময়ে শহরের একটি অগ্নিনির্বাপন কেন্দ্রের নতুন একটি অবকাঠামোও দেখতে যান তিনি। অঞ্চলটিতে উদ্ধার ও অনুসন্ধানকর্মীদেরও দেখভাল করেন তিনি।
দেশটির রাষ্ট্রীয় তহবিলে পরিচালিত সংবাদ সম্প্রচারমাধ্যম আরটি’র প্রধান সম্পাদক মার্গারিটা সিমনয়ন বলেন, পা পিছলে পানিতে পড়ে যাওয়া এক ক্যামেরাম্যানকে উদ্ধার করতে গিয়ে মারা যান মন্ত্রী ইয়েভজেনি।
এক টুইটবার্তায় সিমনয়ন আরো বলেন, সেখানে বহু প্রত্যক্ষদর্শী ছিলেন। কিন্তু ইয়েভজেনি যখন পানিতে ঝাঁপ দেন, তখন সেখানে কী ঘটেছিল, তা বের করার সময় কারো হয়নি। কাউকে আগ্রহ প্রকাশ করতেও দেখা যায়নি। ওই ক্যামেরাম্যান পানিতে পড়ে যাওয়ার পর তাকে উদ্ধার করতে তিনিও ঝাঁপ দেন।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। ২০১৮ সাল থেকে জরুরি পরিস্থিতি বিষয়কমন্ত্রীর দায়িত্ব পালন করে আসছিলেন ইয়েভজেনি। সাইবেরিয়ায় একটি বড় ধরনের অগ্নিকাণ্ডে ৬০ জনেরও বেশি নিহত হওয়ার পর তার পূর্বসূরি পদত্যাগ করেন। এরপর মন্ত্রীত্বের দায়িত্ব পান ইয়েভজেনি।
১৯৮০-এর দশকে একজন কেজিবি কর্মকর্তা হিসেবে তার পেশাগত জীবন শুরু। সোভিয়েত পরবর্তী সময়ে কেন্দ্রীয় নিরাপত্তা সেবায় (এফএসবি) তিনি কাজ করেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিরাপত্তা কর্মকর্তা হিসেবেও কাজ করেছেন তিনি বলে ধারণা করা হচ্ছে।
মস্কোর উত্তরপূর্বে ২ হাজার ৯০০ কিমি দূরে অবস্থিত নোরিলস শহর।
সূত্র : আলজাজিরা
Leave a Reply