নিউজ ডেস্কঃ চীনের সিনোভ্যাক বায়োটেক লিমিটেডের উৎপাদিত করোনাভাইরাস টিকার এক কোটি ২১ লাখ ডোজের ব্যবহার স্থগিত করেছে ব্রাজিল।
শনিবার ফেডারেল স্বাস্থ্য নিয়ন্ত্রক সংস্থা আনভিজা এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। এসব ডোজ একটি অননুমোদিত কারখানায় উৎপাদিত হয়েছে বলে দাবি সংস্থাটির।
আনভিজা জানিয়েছে, শুক্রবার সাও পাওলোর বায়োমেডিকেল প্রতিষ্ঠান বুতানতেন ইনস্টিটিউট এসব ডোজের বিষয়ে সতর্ক করে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ব্রাজিলে পাঠানো টিকার ২৫টি ব্যাচ বা এক কোটি ২১ লাখ ডোজ ওই কারখানায় তৈরি করা হয়েছিল।
টিকা স্থানীয়ভাবে ভায়ালসে ভরে প্যাকেটজাত করার জন্য বুতানতেন ইনস্টিটিউট সিনোভ্যাকের সঙ্গে চুক্তিবদ্ধ।
আনভিজা বলেছে, আনভিজা ওই উৎপাদন ইউনিটটি পরিদর্শন করেনি এবং উল্লেখিত টিকার জরুরি ব্যবহারে অনুমোদনও দেয়নি।
‘জনগণকে সম্ভাব্য আসন্ন ঝুঁকির মধ্যে ফেলে দেওয়া এড়াতে’ এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নিয়ন্ত্রণ সংস্থাটি জানিয়েছে।
চলতি বছরের প্রথমদিকে ব্রাজিলে টিকাদান কর্মসূচী শুরু হওয়ার সময় অনুমোদিত টিকাগুলোর বেশিরভাগই সিনোভ্যাকের ছিল।
Leave a Reply