বিনোদন ডেস্কঃ ঢাকাই অভিনেত্রী হলেও মিথিলা এখন কলকাতার বধূ। ব্যস্ত হচ্ছেন টালি ইন্ডাষ্ট্রিতেও। তাই বছরের অনেকটা দিন তাকে থাকতে হয় কলকাতাতেই। সেই সুবাধে এবারের দুর্গাপূজা মিথিলা কলকাতাতে থাকা হচ্ছে বলে জানালেন। সেখানে স্বামী সন্তান নিয়ে পূজা উদযাপন করবেন তিনি।
মিথিলা বলেন, বাংলাদেশ নয় এবার কলকাতায় পূজা কাটাবো। দুই বাংলার পূজার ঐতিহ্য থেকে ফ্যাশান নিয়ে দারুণ রোমাঞ্চিত আমি।
পূজায় সাজসজ্জার বিষয়ে মিথিলা জানান, এবারের পূজার জন্য বিশেষ ঢাকাই জামদানি তুলে রেখেছেন মিথিলা। ছোটবেলায় দেশের সিদ্ধেশ্বরী মন্দিরের দুর্গাপূজার স্মৃতি থেকে কলকাতার উৎসবের গ্যাঞ্জার, সবই এবার পরিবার নিয়ে উপভোগ করতে চান সৃজিত-মিথিলা।
এরই মধ্যে প্রথম টলিউডে দুটি ছবির কাজ করছেন মিথিলা। পরিচালক রাজর্ষি দের ছবি ‘মায়া’ ছবিতে মিথিলার লুক দেখে রীতিমত চমকে গেছে দুই বাংলার দর্শক। তবে আপাতত কাজে মন দিয়েছেন তিনি, চুটিয়ে কাজ করছেন নায়িকা।
তবে কাজে ফাঁকে পূজা নিয়ে যে প্ল্যান করে ফেলেছেন এ অভিনেত্রী, তা স্পষ্ট করে বলাই যায়। পূজার ফ্যাশন নিয়ে শ্যুটিং ফ্লোরে নানা ভঙ্গিমায় ক্যামেরায় পোজ দিলেন মিথিলা। অনুরাগীদের আগাম শুভেচ্ছাও জানিয়েছেন।
Leave a Reply