নিউজ ডেস্কঃ সফটওয়্যার সেবাদাতা বৈশ্বিক জনপ্রিয় প্রতিষ্ঠান মাইক্রোসফট জানিয়েছে, যেসব পিসিতে ‘অসমর্থিত’ সিপিইউ থাকবে সেসব পিসিতে উইন্ডোজ ১১-এর আপডেট পাওয়া যাবে না। এ ছাড়া সম্ভবত পুরোনো প্রসেসর সংবলিত কিছু পিসিতে উইন্ডোজ ১১ ইনস্টল করার সুযোগ দিতে পারে, তবে তার মানে এই নয় যে, নতুন পিসিতে যেসব সুযোগ-সুবিধা পাওয়া যাবে সেসব সুবিধা ওই পিসিতে পাওয়া যাবে। সফটওয়্যার জায়ান্টটি আরও জানিয়েছে, পুরোনো সিপিইউ ব্যবহার করলে সেটিতে ড্রাইভার কিংবা নিরাপত্তা আপগ্রেড নাও পাওয়া যেতে পারে। অন্যভাবে বললে, আপনার সিস্টেমকে নিরাপদ রাখতে হলে আপনাকে অবশ্যই নতুন হার্ডওয়্যার ব্যবহার করতে হবে। তবে অসমর্থিত হার্ডওয়্যারের জন্য আপডেট না এলে আইনি জটিলতার মুখে পড়তে পারে মাইক্রোসফট।
Leave a Reply