স্পোর্টস ডেস্কঃ সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আবারো সেই ম্যানচেস্টার ইউনাইটেড তথা রেড ডেভিলসে যোগ দিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো।
শুক্রবার ইউনাইটেডের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, ম্যানচেস্টার ইউনাইটেড এটা নিশ্চিত করতে পেরে উচ্ছ্বসিত যে- ক্রিশ্চিয়ানো রোনালদোর ট্রান্সফার নিয়ে জুভেন্টাসের সঙ্গে আলোচনা চূড়ান্ত হয়েছে।
এর আগে পর্তুগিজ তারকা রোনালদো ২০০৩ সালে প্রথম দফায় ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়ে ২০০৯ পর্যন্ত ইউনাইটেডের জার্সিতে ২৯২টি ম্যাচে অংশ নিয়ে ১১৮টি গোল করেন।
ম্যানইউ থেকে রোনালদো যোগ দিয়েছিলেন রিয়াল মাদ্রিদে। সেখান থেকে জুভেন্টাস ঘুরে দীর্ঘ ১২ বছর পর ফের ইউনাইটেডে ফিরলেন পর্তুগিজ এই মহাতারকা।
Leave a Reply