বিনোদন ডেস্কঃ অভিনেত্রী জয়া আহসান। দুই বাংলায় সমান তালে কাজ করে যাচ্ছেন তিনি। ওপার বাংলাতেও উপহার দিয়েছেন বহু দর্শকপ্রিয় সিনেমা। এবার তাকে নিয়ে কথা বললেন কলকাতার অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। দুজনে একসঙ্গে ‘বিনিসুতোয়’-এ কাজ করেছেন। যা আজ (২০ আগস্ট) মুক্তি পেয়েছে কলকাতায়।
ভারতীয় একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এ বিষয়ে কথা বলেন ঋত্বিক। জানালেন, জয়াকে উঁচুমানের অভিনেত্রী হিসেবেই দেখেন তিনি।
তিনি বলেন, ‘আমরা দুজনের এর আগে এক ছবিতে ছিলাম। তবে একসঙ্গে দৃশ্য সেভাবে ছিল না। ইন্দ্রনীল রায়চৌধুরীর শর্ট ফিল্ম ‘ভালবাসার শহর’-এ একটি দৃশ্য ছিল দু’জনের। জয়া খুব উঁচু দরের অভিনেত্রী। সেটা জানি বলেই বলছি, ‘বিনিসুতোয়’ উনাকে ভালো লাগবে।’ছবিটি পরিচালনা করেছেন ভারতীয় জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক অতনু ঘোষ। ‘বিনিসুতোয়’-এর গল্প মধ্য তিরিশের দুই মানুষ শ্রাবণী ও কাজলকে ঘিরে। যাদের একে অপরের সঙ্গে পরিচয় হয় একটি রিয়ালিটি গেম শোয়ের অডিশনে। দুজনের জীবনের গল্পে বেশ কিছুটা মিল থাকায় খুব তাড়াতাড়িই একে অপরের সঙ্গে মিশে যান তারা। কিন্তু এরই মাঝে এক দুর্ঘটনায় আহত হন শ্রাবণী, তাড়াতাড়ি তাকে ডাক্তারের কাছে নিয়ে যান কাজল। ডাক্তারের কাছে যাওয়ার রাস্তায় তারা একে অপরের সঙ্গে শেয়ার করেন তাদের জীবনের ঘাত-প্রতিঘাতের গল্প।
এতে আরও অভিনয় করেছেন চান্দ্রেয়ী ঘোষ, কৌশিক সেন, রেশমি সেন, খেয়া চট্টোপাধ্যায়সহ অনেকে। সিনেমাটির একটি গানে কণ্ঠও দিয়েছেন জয়া।
Leave a Reply