নিউজ ডেস্কঃ সোমবার (১৬ আগস্ট) আফগানিস্তানের রাজধানী কাবুল এয়ারপোর্ট থেকে ছেড়ে আসা একটি মার্কিন কার্গো বিমানের চাকায় মানব দেহাবশেষ পাওয়া গেছে।
দ্য ওয়াশিংটন পোস্টের বরাতে জানা যায়, বিমানটি কোনমতে চাকা গুটিয়ে নিতে না পেরে জরুরি অবস্থা ঘোষণা করে এবং তৃতীয় একটি দেশে অবতরণ করে। পরে পরিদর্শন করতে গিয়ে দেহাবশেষ খুঁজে পান ক্রুরা।
একজন কর্মকর্তার বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, বিমানটি উড্ডয়নের পর পরই বাইরের অংশ থেকে দুজন মানুষ ছিটকে পড়ে মারা যায়। ছিটকে পড়া দুই ব্যক্তি বিমানটির চাকা বেয়ে উঠেছিল। এতে বিমনাটি চাকা গুটিয়ে নিতে পারছিলনা। পরে বিমানটি জরুরি অবস্থা ঘোষণা করে এবং অন্য একটি দেশে অবতরণ করে।
এদিকে আফগানিস্তানে কয়েকদিনের মধ্যে সরকার গঠনের আশা করছে তালেবান। আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সুসম্পর্ক চায় এই গোষ্ঠীটি। স্বীকৃতি আদায়ের চেষ্টাও চালাচ্ছে। এ বিষয়ে তারা বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ স্থাপনের জন্য কয়েকটি চ্যানেলকে কাজে লাগাচ্ছে। ইতিমধ্যে চীন, রাশিয়া, পাকিস্তান ও তুরস্ক স্বীকৃতি দেওয়ার প্রস্তুতি শুরু করেছে। যদিও ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন তালেবানকে স্বীকৃতি না দেওয়ার আহ্বান জানিয়েছেন। ভিন্ন প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র।
Leave a Reply