নিউজ ডেস্কঃ আফগানিস্তানের রাজধানী কাবুল তালেবান দখলে যাওয়ার পর সেখান থেকে নিজ দেশের নাগরিকদের নিরাপদে ফিরিয়ে আনতে আরও ২০০ সেনা পাঠাচ্ছে ব্রিটেন।ব্রিটিশ নাগরিকদের নিরাপত্তার জন্য যুক্তরাজ্যের ৯০০ সেনা কাবুল বিমানবন্দরে পাহারা দেবে। খবর বিবিসির।
পররাষ্ট্রমন্ত্রী ডোমিনিক রাব জানিয়েছেন, এখনও তিন শতাধিক ব্রিটিশ নাগরিক এবং তাদের সহায়তাকারী আফগানকর্মী কাবুলে আটকাপড়ে আছে।
আফগানিস্তান থেকে কতজন শরণার্থী নেবে তা নিয়ে যুক্তরাজ্যে এখনও আলোচনা চলছে।
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, পরিস্থিতি এত দ্রুত অবনতি, তা আমাদের জানা ছিল না। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে কর্মীদের যে কোনো উপায়ে দেশে ফিরিয়ে নেওয়াই প্রধান কাজ।
তিনি বলেন, ব্রিটিশ বাহিনীর সঙ্গে কাজ করা ২৮৯ আফগানকর্মী এরই মধ্যে যুক্তরাজ্যে পৌঁছেছেন।
সোমবার সন্ধ্যায় আরও তিন হাজার ৩০০ আফগান অনুবাদক এবং তাদের পরিবারের সদস্যদের ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য।
Leave a Reply