নিউজ ডেস্কঃ ফরিদপুর-৪ আসনের এমপি ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, ‘বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার কাজ তারই সুযোগ্য কন্যা বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দিনরাত নিরলস পরিশ্রম করে দেশকে সোনার বাংলায় পরিণত করছেন। তার হাতকে শক্তিশালী করতে ও তার দেওয়া নির্দেশনা প্রশাসনের কর্মকর্তারা সততার সাথে পালন করুন।’
সোমবার দুপুরে উপজেলা আজিমনগর ইউনিয়নের আশ্রয়ন প্রকল্পের শতাধিক পরিবারের মাঝে ত্রাণ বিতরণকালে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘আপনাদের সামান্য অবহেলায় সোনার বাংলা গড়ার স্বপ্ন ভেঙে যেতে পারে। করোনাকালীন উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, চিকিৎসকগন যেভাবে দায়িত্ব পালন করে প্রশংসা কুড়িয়েছেন ঠিক সেই ভাবেই সরকারের উন্নয়নকে সঠিকভাবে পর্যবেক্ষণ করতে সকলের প্রতি বিশেষ আহ্বান রইল।’
মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেন, ‘সারা বাংলাদেশে আজ অসহায় অনেক পরিবার মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের ঘর পেয়ে তাদের মাথা গোঁজার একটি নিদিষ্ট ঠাঁই হয়েছে। প্রশাসনের কর্তারা সততার সাথে দায়িত্ব পালন করে যান অবশ্যই অচিরেই বিশ্ব দরবারে এদেশ সোনার বাংলাদেশ পরিচিতি পাবে।’
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারীদের সাথে এক মতবিনিময় ও ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ত্রাণ বিতরণের সময় তিনি পায়ে হেঁটে আশ্রয় প্রকল্পের বসবাসরত সকল জনগণের সাথে কথা বলেন। সুবিধাভোগী পরিবারগুলো তাদের প্রিয় নেতাকে কাছে পেয়ে আবেগ আপ্লুত হয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাদের সাংসদ নিক্সন চৌধুরীর দীর্ঘায়ু কামনা করে আল্লাহর নিকট দোয়া প্রার্থনা করেন।
মতবিনিময় ও ত্রাণ বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাৎ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিমউদ্দিন খান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজিব আহম্মেদ, উপজেলা প্রকৌশলী আব্দুল মালেক, আজিমনগর ইউপি চেয়ারম্যান মোতালেব মাতুব্বর ও কালামৃধা ইউপি চেয়ারম্যান লিঠু মাতুব্বর প্রমুখ।
Leave a Reply