নিউজ ডেস্কঃ আফগানিস্তানে তালেবানকে শায়েস্তা করতে এবার পরমাণু বোমা বহনে সক্ষম বি-৫২ বোমারু বিমান পাঠিয়েছে যুক্তরাষ্ট্র।কাবুলের সরকারি কর্মকর্তা ও দেশটির এমপিরা শনিবার গণমাধ্যমকে জানিয়েছেন, আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ হেরাতে তালেবান অবস্থানে ব্যাপক বোমাবর্ষণ করেছে একটি মার্কিন বি-৫২ বিমান। খবর আরব নিউজের।
হেরাত শহরের বাইরের এলাকায় গত শুক্রবার মার্কিন এ বোমারু বিমান থেকে হামলা চালানো হয়।
সহিংসতা বৃদ্ধি পাওয়ায় পশ্চিমাঞ্চলীয় প্রদেশটির বিমানবন্দরটি বন্ধ করে দেওয়া হয়েছে।
প্রাদেশিক আইনপ্রণেতা হাবিবুর রহমান জানান, তালেবান অগ্রাভিযান বন্ধ করতে আফগান সরকারের অনুরোধে হেরাত প্রদেশে যুক্তরাষ্ট্র শুক্রবার থেকে বিমান হামলা চালাচ্ছে।
তবে হামলায় হতাহতের কোনো তথ্য দিতে পারেনি তিনি। ২০ বছর অবস্থানের পর মার্কিন বাহিনী প্রত্যাহার শুরু করার পর থেকে গত মাসে তালেবানদের হামলা জোরদার হয়।
দেশটির ৪১৯ জেলার বেশিরভাগই এখন তালেবানে নিয়ন্ত্রণে। কাবুলের পর হেরাতই হচ্ছে আফগানিস্তানের দ্বিতীয় বৃহত্তম নগরী।
ইরান ও তুর্কমেনিস্তানের সীমান্তবর্তী এ প্রদেশটি দখলে মরণপণ লড়াই করে যাচ্ছে তালেবান।
Leave a Reply