নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের টেক্সাসের লেভেল্যান্ডে ঘণ্টাব্যাপী গোলাগুলির ঘটনায় এক পুলিশ কর্মকর্তা নিহত এবং চারজন আহত হয়েছেন। গত বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১১টা ৩০ মিনিটে এ গোলাগুলির ঘটনা ঘটে।এ ছাড়া ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ওমর সোটো-চাবিরা (২২) নামে একজনকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়ার সময় আহত হন। বিষয়টি নিশ্চিত করেছেন লেভেল্যান্ড পুলিশ প্রধান আলবার্ট গার্সিয়া। তাকে চিকিত্সার জন্য একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বলেও জানান তিনি। ইউএস নিউজের খবরে এসব তথ্য দেওয়া হয়েছে।
এ ঘটনায় গুরুতর আহত লেভেল্যান্ডের পুলিশ সার্জেন্ট শন উইলসন অস্ত্রোপচারের পরে লুববকের বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে ভর্তি আছেন। এ ছাড়া অন্য তিন কর্মকর্তা গুরুতর আহত অবস্থায় থাকলেও তাদের চিকিত্সা দিয়ে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান গার্সিয়া।
টেক্সাসের লেভেল্যান্ড এলাকায় এক ব্যক্তির হামলা চালানোতে বাধা দেয়ায় পুলিশ সদস্যদের লক্ষ্য করে গুলি চালানো হয় বলে সেখানের এক সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে। তবে কী কারণে ওই গোলাগুলির ঘটনা ঘটেছে সে বিষয়টি এখনও পরিষ্কার নয় বলেও জানানো হয়।
এর আগে রোববার যুক্তরাষ্ট্রের সাপ্তাহিক ছুটির দিনে অন্তত ৪০০ গোলাগুলির ঘটনায় অন্তত ১৫০ জনের মৃত্যু হয়েছে বলে একটি প্রতিবেদন প্রকাশ করে সিএনএন।
Leave a Reply