নিউজ ডেস্কঃ সূচকের উত্থানে লেনদেন হচ্ছে শেয়ারবাজারে। আজ বুধবার সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দুপুর সাড়ে ১২টা নাগাদ দেশের প্রধান শেয়ারবাজার ডাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৬৭ পয়েন্ট। অপর দিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক বেড়েছে ১৯৫ পয়েন্ট।
ডিএসইতে এ সময় পর্যন্ত লেনদেন ছাড়িয়েছে ১ হাজার ৬৩২ কোটি টাকা। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৪৯টির, কমেছে ৮৪টির, অপরিবর্তিত আছে ৩৬টির দর।
গত কার্যদিবসে লেনদেন শেষে ডিএসইএক্স সূচক বাড়ে ৪৭ পয়েন্ট। মোট লেনদেন হয় ২ হাজার ৬৫ কোটি টাকার।
ডিএসইতে এ সময় পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো বেক্সিমকো, ন্যাশনাল পলিমার, লংকাবাংলা ফাইন্যান্স, ডাচ্–বাংলা ব্যাংক, জেনেক্স ইনফয়েজ লিমিটেড, ন্যাশনাল ফিড মিল লিমিটেড, লুব-রেফ, ভিএফএস থ্রেড ডায়িং লিমিটেড, স্ট্যান্ডার্ড ইনস্যুরেন্স ও এনআরবিসি ব্যাংক।
অপর দিকে হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৭৮টির, কমেছে ৬৬টির, অপরিবর্তিত আছে ৩৫টির দর।
Leave a Reply