স্পোর্টস ডেস্কঃ আইপিএল স্থগিত হলেও বেশিরভাগ বিদেশি ক্রিকেটারই দেশে ফিরতে পারেননি। এত কাছে থেকেও ঢাকায় আসতে পারেননি সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। চার্টার্ড বিমান ভাড়া করতে পারলে আজ দেশে ফিরতে পারেন জাতীয় দলের এই দুই ক্রিকেটার।
যদিও বিসিবির একটি সূত্র বুধবার জানায়, ভারত থেকে আজ বৃহস্পতিবার ফিরছেন সাকিব-মুস্তাফিজ।
তবে জাতীয় দলের এ দুই ক্রিকেটারের দেশে ফিরতে দেরি হলে শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজ খেলা নিয়ে জটিলতা দেখা দেবে। কারণ স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়েছে, ভারত থেকে ফেরার পর ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন করতে হবে সাকিব-মুস্তাফিজকে।
Leave a Reply