নিউজ ডেস্কঃ যখন সংক্রমণ রোধ করতে সাধারণ মানুষকে ঘরে নামাজ আদায় করতে এবং মসজিদে জামাতে অংশ না নিতে বলা হয়।
তখন ঘরে নামাজ আদায়কারীরা ঘরে আজান দেবে কি না—এই প্রশ্নের উত্তরে ইসলামী আইনজ্ঞরা ভিন্ন ভিন্ন মত দিয়েছেন।
তবে অধিক গ্রহণযোগ্য মত হলো, মসজিদে আজান হলেও ঘরে নামাজ আদায়কারীর জন্য আজান দেওয়া বৈধ। কেননা জাবির ইবনে আবদুল্লাহ, সালামা ইবনে আকওয়া ও আনাস বিন মালিক (রা.) প্রমুখ সাহাবি থেকে ‘জামাত ছুটে যাওয়া ব্যক্তি’র পৃথক আজান প্রমাণিত।
যদি ঘরে নামাজ আদায়কারী আজান না দেয় তাহলে কোনো সমস্যা
Leave a Reply