স্পোর্টস ডেস্কঃ গত নভেম্বরে ভ্যালেন্সিয়ার মাঠে তিক্ত অভিজ্ঞতা হয়েছিল রিয়ালের। এক গোলে এগিয়ে যাওয়ার পরও তিন পেনাল্টিতে হারতে হয়েছিল জিদান শিবিরের। এবার ঘরের মাঠে শোধটা ভালোমতোই তুললো রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ লা লিগায় রোববার রাতে ভ্যালেন্সিয়াকে ২-০ গোলে হারিয়েছে লস ব্লাঙ্কোসরা।
টানা তৃতীয় জয়ে বার্সেলোনাকে হটিয়ে আবারো পয়েন্ট তালিকার দুইয়ে ফিরল রিয়াল। ২৩ ম্যাচে ১৫ জয় ও চার ড্রয়ে তাদের পয়েন্ট ৪৯। ৩ পয়েন্ট কম নিয়ে তিনে এক ম্যাচ কম খেলা বার্সা।
ঘরের মাঠে ১২ মিনিটেই এগিয়ে যায় রিয়াল। ক্রুসের পাসে কোণাকুনি শটে জাল কাপান করিম বেনজেমা (১-০)। এগিয়ে থাকার আনন্দ খানিকপর অস্বস্তিতে মোড়ানো। নতুন ধাক্কা হয়ে আসে কারভাহালের আবারো ছিটকে পড়া। বল ধরতে গিয়ে অস্বস্তি বোধ করেন এই স্প্যানিয়ার্ড, তার চোখে-মুখে ছিল ব্যথার ছাপ। ২৬ মিনিটে তার বদলি নামেন চোট কাটিয়ে ফেরা লুকাস ভাসকেস।
৪২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে রিয়াল মাদ্রিদ। ভাসকেসের কাটব্যাকে জোরালো নিচু শটে লক্ষ্যভেদ করেন জার্মান মিডফিল্ডার টনি ক্রুস।
দ্বিতীয়ার্ধের অষ্টম মিনিটে গোলের উদ্দেশে প্রথম শট নেয় ভালেন্সিয়া। দূর থেকে মাক্সি গোমেসের জোরালো শটটি বাঁ দিকে ঝাঁপিয়ে জাল অক্ষত রাখেন থিবো কোর্তোয়া।
৬১ প্রতি-আক্রমণে বল জালে পাঠিয়েছিলেন মেন্ডি। তবে ভিএআরে সাহায্যে অফসাইডের বাঁশি বাজান রেফারি। বাকি সময়ে আর তেমন উল্লেখযোগ্য সুযোগ তৈরি করতে পারেনি রিয়াল। অবশ্য প্রতিপক্ষকেও দেয়নি প্রভাব বিস্তার করতে। শেষ পযন্ত দারুণ জয় নিয়েই মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ।
Leave a Reply