করোনাভাইরাসের কারণে সংকটময় পরিস্থিতিতে সরকার ত্রাণ সহায়তার পরিধি বাড়াচ্ছে। দেশের প্রায় ৫০ লাখ দরিদ্র ও নিম্ন আয়ের পরিবারকে মাসে ২০ কেজি করে চাল দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে সিলেট বিভাগের প্রায় ৩ লাখ পরিবারও আছে।
আগে এসব পরিবারকে মাসে ১০ কেজি করে চাল দেওয়া হচ্ছিল।
জানা গেছে, জনসংখ্যা ও দারিদ্রের হারসহ কয়েকটি বিষয়ের ওপর ভিত্তি করে সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সারা দেশে জেলাভিত্তিক তালিকা করেছে।
তালিকা অনুসারে, সিলেট বিভাগে সিলেট জেলায় ৯০ হাজার পরিবার, সুনামগঞ্জে ৭৫ হাজার পরিবার, মৌলভীবাজারে প্রায় ৬০ হাজার পরিবার এবং হবিগঞ্জে ৭৫ হাজার পরিবার চলতি মাসে ২০ কেজি করে চাল পাবে। খাদ্য সহায়তা হিসেবে এ চাল তাদেরকে দেওয়া হবে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী জুন মাসেও এ খাদ্য সহায়তা অব্যাহত থাকতে পারে।
Leave a Reply