সিলেট নগরীর শিবগঞ্জে ত্রাণের দাবিতে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। পরে সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর আশ্বাসে শ্রমিকরা বিক্ষোভ থেকে সরে আসেন।
রোববার (৩ মে) দুপুরে নগরীর শিবগঞ্জ পয়েন্টে সড়কে নেমে বিক্ষোভ করতে দেখা যায় সে এলাকায় বসবাসরত দিনমজুর ও শ্রমিকদের।
শ্রমিকদের বিক্ষোভকালীন সময়ে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। এ সময় তিনি শ্রমিকদের বিক্ষোভ দেখে গাড়ি থেকে নেমে তাদের ত্রাণ পৌঁছে দেওয়ার আশ্বাস দেন। এরপর শ্রমিকরা তাদের বিক্ষোভ বন্ধ করেন।
শ্রমিক বিক্ষোভের বিষয়টি নিশ্চিত করে সিলেট সিটি করপোরেশনের ২১নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুর রকিব তুহিন জানান, আজ রোববার সকালে শ্রমিকরা ত্রাণের দাবিতে শিবগঞ্জে বিক্ষোভ করেন। এ সময় মেয়র আরিফুল হক চৌধুরী এসে তাদের আশ্বাস প্রদান করলে তারা বিক্ষোভ তুলে নেন।
বিক্ষোভকারীরা আগে ত্রাণ পেয়েছিলেন কী না এমন প্রশ্নের জবাবে কাউন্সিলর তুহিন বলেন, তারা আমার ওয়ার্ডের নয়, ২০ নং ওয়ার্ডের বাসিন্দা।
অপরদিকে ২০ নং ওয়ার্ডের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ বলেন, বিক্ষোভকারীরা ২১ নং ওয়ার্ডের বাসিন্দা।
Leave a Reply