করোনাভাইরাসের মহামারীর মধ্যে যুক্তরাজ্যে আটকে পড়া বাংলাদেশিদের ফেরাতে বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করেছে সরকার।
বাংলাদেশ বিমানের চার্টার্ড ফ্লাইটটি ১০ মে ঢাকা থেকে হিথ্রো বিমানবন্দরে পৌঁছে সেদিনই ফিরে আসবে বলে লন্ডনে বাংলাদেশ হাই কমিশনের এক বিবৃতিতে জানানো হয়েছে।
এজন্য দেশে ফিরতে ইচ্ছুক বাংলাদেশিদের এই লিংকে (https://forms.gle/4x4JKfy9jxGDaujL7) এবং ওই দিন যারা ঢাকা থেকে যুক্তরাজ্যের ফিরতে চান তাদের এই লিংকে (https://www.baf.mil.bd/bafwt/tickets.php) নাম নিবন্ধন করতে বলা হয়েছে।
Leave a Reply