অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ইতিহাসবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক ড. মুনতাসীর মামুন।
আজ রবিবার সন্ধ্যা ৬টার পর তাকে রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
অধ্যাপক ড. মুনতাসীর মামুন নিজেই বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শারীরিক অসুস্থতা নিয়ে মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে তিনি করোনাভাইরাসে আক্রান্ত নন।
মুনতাসীর মামুন আরও জানান, করোনাভাইরাসের পরীক্ষায় তার ফলাফল নেগেটিভ এসেছে। তবে তিনি কিছু খেতে পারছেন না এবং দুর্বল অনুভব করছেন। এ জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন।
অসুস্থতার জন্য বেশি কথা বলতে পারছেন না বলেও জানান মুক্তিযুদ্ধ গবেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই শিক্ষক।
Leave a Reply