করোনাভাইরাস কোভিড-১৯ আক্রান্ত দুই রোগীর বাড়িতে উপহারস্বরূপ ফলমূল পৌঁছে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সফি উল্লাহ।
রোববার (৩ মে) বিভিন্ন প্রকারের ভিটামিন-সি সমৃদ্ধ হরেক রকম ফলমূল দিয়ে সাজানো উপহার সামগ্রীর ‘মমতার পরশ’ কার্টুন আক্রান্তদের বাড়িতে পৌঁছে দেওয়া হয়।
যাতে রয়েছে রোগীদের খাওয়ার জন্য মালটা, আপেল, লেবু, কলা, তরমুজ সহ নানা উপহার সামগ্রী।
ইউএনও মো. সফি উল্লাহ বলেন, করোনায় আক্রান্তরা এই দুঃসময়ে সাধারণত সাহস হারিয়ে ফেলেন। সঠিকভাবে নিয়ম-কানুন পালনসহ তাদের মনোবল বৃদ্ধির জন্যই আমার এই উদ্যোগ।
তিনি আরও বলেন, কেউ চাইলে প্রয়োজনীয় ওষুধপত্র ও চিকিৎসা সামগ্রীসহ তাদের বাড়িতে চিকিৎসকও পাঠানো হবে। আক্রান্তদের উপহার দেওয়ায় তারা মানসিকভাবে বেশ চাঙা হয়েছেন, এ উপহারে আক্রান্তদের মনোবল বেড়েছে।
Leave a Reply