সিলেটের গোলাপগঞ্জ থেকে একাধিক মামলার পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে র্যাব-৯।
র্যাব সংবাদবিজ্ঞপ্তিতে জানায়, গতকাল ২ মে রাত সাড়ে ৮টার দিকে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-১ (সিলেট ক্যাম্প)-এর একটি আভিযানিক দল গোলাপগঞ্জ উপজেলায় আসামি গ্রেফতার অভিযান পরিচালনা করে।
অভিযানকালে গোলাপগঞ্জের বাঘা পরগনা বাজার থেকে মো. লিটন মিয়া (৩২) নামের একাধিক মামলার পলাতক এক আসামিকে গ্রেফতার করে র্যাব। সে থানার উত্তর গোলাপনগর গ্রামের মৃত ফজলু মিয়ার ছেলে।
তার বিরুদ্ধে সিলেটের কানাইঘাট, দক্ষিণ সুরমা ও গোলাপগঞ্জ থানায় মাদকদ্রব্য আইন এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রয়েছে। গ্রেফতারের পর লিটন মিয়াকে কানাইঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply