সিলেটে একদিনে ১৩ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। বুধবার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষায় এই ১৩ জনের করোনা শনাক্ত হয়।
সিলেট এমএজি ওসমা্নী মেডিকেল কলেজের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার ওসমানীতে ১৮৮জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ১৩ জনের করোনা শনাক্ত হয়।
এনিয়ে সিলেট বিভাগে মোট ৩৩ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হলেন। বুধবারের পূর্ব পর্যন্ত হবিগঞ্জে ১৩জন, সিলেটে ৫ জন, মৌলভীবাজারে ১ জন ও সুনামগঞ্জে ১ জন রোগী শনাক্ত হয়েছিলেন।
Leave a Reply