সম্প্রতি গাজীপুর, বরগুনাসহ দেশের বিভিন্ন স্থান থেকে বাড়ি ফেরত আসা তাবলিগ ও গার্মেন্টস কর্মীসহ ১১ জনকে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে ভর্তি করা হয়েছে।
রোববার (১২ এপ্রিল) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোয়াজ্জেম আলী খান চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
তবে ভর্তি থাকা ১১ জনই হাসপাতালের চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন বলে জানান তিনি।
ডা. মোয়াজ্জেম আলী খান চৌধুরী বলেন, আইসোলেশনে ১১ জনকে ভর্তি করা হয়েছে। ভর্তিকৃত সকলেই সম্প্রতি দেশের বিভিন্ন জেলা থেকে বিয়ানীবাজারে ফিরেছেন। তাদের মধ্যে করোনাভাইরাস আছে কি না আমরা জানি না। তাই আমরা কোনও ঝুঁকি নিতে চাই না। তাদের সবাইকেই আমরা হাসপাতালের আইসোলেশনে নিয়ে এসেছি। তাদের ভর্তি রেখে করোনা পরীক্ষার জন্য রক্ত ও মুখের লালার নমুনা সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করবো।
এদিকে, নোভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ায় সিলেট জেলাকে ইতিমধ্যে লকডাউন ঘোষণা করা হয়েছে। করোনাভাইরাস নিয়ে সারাদেশের ন্যায় বিয়ানীবাজার উপজেলার মানুষের মধ্যেও উৎকণ্ঠা বিরাজ করছে। লকডাউন ঘোষণা হওয়ার পর থেকে বিয়ানীবাজার উপজেলায় প্রবেশ-প্রস্থানেও নিষেধাজ্ঞা জারি হয়েছে। শনিবার (১১ এপ্রিল) বিকাল থেকেই উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে থানা পুলিশ ইতোমধ্যে যানবাহন চলাচল সীমিত করার জন্য চেকপোস্ট বসিয়ে লকডাউন করে দিয়েছে।
Leave a Reply