করোনা ভাইরাস সন্দেহে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৭ জনকে কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) বেলা সাড়ে ১১টায় বিমানবন্দরে এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন বিমানবন্দরের পরিচালক তৌহিদ উল আহসান।
তিনি বলেন, ‘ওই ৭ জনের শরীরে তাপমাত্রা বেশি ছিল। তাই গত ২৪ ঘণ্টায় ওই যাত্রীদের কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে।’
বাংলাদেশে সৌদি এয়ারলাইন্সের ফ্লাইট আপাতত বন্ধ থাকলেও বাংলাদেশ বিমান এয়ারলাইন্স মাঝে মাঝে ফ্লাইট পরিচালনা করছে বলেও জানান বিমানবন্দরের পরিচালক।
তবে বিমানবন্দরে কর্মরত কারও মধ্যে এখন পর্যন্ত করোনা ভাইরাসের কোনও উপসর্গ পাওয়া যায়নি বলেও জানান তিনি।
উল্লেখ্য, করোনা ভাইরাস সনাক্তের ১১ দিনের মাথায় গতকাল বুধবার এ ভাইরাসে বাংলাদেশে প্রথম মৃত্যুর খবর জানায় জাতীয় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)। এর আগে গত ৮ মার্চ প্রথম বাংলাদেশে ৩ জনের শরীরে করোনা সনাক্ত হয়। এখন পর্যন্ত বাংলাদেশে করোনা ভাইরাসে মোট ১৪ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে একজন মারা গেছেন, সুস্থ হয়েছেন ৩ জন আর বর্তমানে আক্রান্ত অবস্থায় কোয়ারেনটাইনে আছেন ১০ জন।
Leave a Reply