করোনা ভাইরাসে এবার পাকিস্তানে ২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দেশটিতে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন আরও ৩০১ জন। বৃহস্পতিবার দেশটির শীর্ষ সংবাদমাধ্যম ডন অনলাইনের খবরে এ তথ্য জানানো হয়েছে।
পাকিস্তানের প্রাদেশিক স্বাস্থ্যমন্ত্রী তাইমুর খান জাংরা এক টুইট বার্তার বরাত দিয়ে ডন অনলাইনের খবরে বলা হয়েছে, করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হওয়া দুইজনই দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া অঞ্চলের বাসিন্দা। ওই অঞ্চলটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১৯ জন।
জাংরা টুইটে লিখেন- ‘দুঃখের সঙ্গে জানাচ্ছি, লেডি রিডিং হাসপাতালে দ্বিতীয় এক রোগীর মৃত্যু হয়েছে। ৩৬ বছর বয়সী ওই ব্যক্তি হাঙ্গু জেলার বাসিন্দা। মঙ্গলবার রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার তিনি মারা যান।’
এর আগে গত মঙ্গলবার ইরান ফেরত এক প্রবাসী পাকিস্তানি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান। সেটিই ছিল পাকিস্তানে করোনার ছোবলে প্রথম মৃত্যু।
এদিকে করোনার বিরুদ্ধে চীনের সাফল্য বিশ্বের চোখে যখন মাইলফলক ঠিক এমন সময়ে ইতালি হয়ে উঠছে এক মৃত্যুপুরী। দেশটিতে গেল ২৪ ঘণ্টায় ৪৭৫ জনের মৃত্যু হয়েছে। ইতোমধ্যে ইতালির করোনা মোকাবিলায় চীনা বিশেষজ্ঞতা সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা নাগাদ বিশ্বজুড়ে করোনা আক্রান্ত মানুষের সংখ্যা বেড়ে ২ লাখ ২৯ হাজার ৩৪৫ জনে দাঁড়িয়েছে। মৃতের সংখ্যাও বেড়ে হয়েছে ৮ হাজার ৯৬৯ জন। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৮৫ হাজার ৭৪৫ জন।
Leave a Reply