জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে সিলেটে শ্রদ্ধা নিবেদন করেছেন সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
মঙ্গলবার (১৭ মার্চ) সকাল ১০টা থেকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে স্থাপিত জাতির পিতার অস্থায়ী প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন তারা।
প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
এরপর একে একে শ্রদ্ধা নিবেদন করেন জেলা ও মহানগর মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, তাতী লীগের নেতৃবৃন্দ।
এছাড়াও পেশাজীবী সংগঠনের মধ্যে শ্রদ্ধা নিবেদন করেন ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা), সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিসহ বিভিন্ন সংগঠন।
Leave a Reply