বিশ্বজুড়ে মহামারি আকার ধারণ করেছে নভেল করোনাভাইরাস। দেশে নতুন করে আরও দুজন করোনা আক্রান্ত সনাক্ত হয়েছেন। এই ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সবধরনের জনসমাগম বন্ধের আহ্বান জানিয়েছে সরকার। মুজিববর্ষের আয়োজনসহ সরকারি ও বেসরকারিবিভিন্ন অনুষ্ঠানে জনসমাগমও বন্ধের ঘোষণা দেওয়া হচ্ছে। তবে এমন পরিস্থিতিতেও সিলেটে চলছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা। যা করোনা সংক্রমণের ঝুঁকি বাড়াচ্ছে বলে মনে করছেন স্থানীয়রা।
এ ব্যাপারে সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মণ্ডল সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সবধরণের জনসমাগমই করোনাভাইরাস সংক্রমণের জন্য ঝুঁকিপূর্ণ। এটা মেলার আয়োজক এবং প্রশাসনের কর্মকর্তরাও জানেন। সরকারের পক্ষ থেকেও মাঠ প্রশাসনের সকল পর্যায়ের কর্মকর্তাকেই জনসমাগম বন্ধ রাখতে বলা হয়েছে। তারপরও কী করে বাণিজ্যমেলা চলছে বুঝতে পারছি না। আশাকরি শীঘ্রই এটি বন্ধ করে দেওয়া হবে।
Leave a Reply