সিরিয়ার ইদলিব প্রদেশে আসাদ বাহিনীর সঙ্গে যুদ্ধে জড়িয়েছে তুরস্ক। আসাদের সমর্থনে রাশিয়া সেখানে তুরস্কের মুখোমুখি অবস্থানে রয়েছে। মস্কোর পৃষ্ঠপোষকতায় তুরস্কের সঙ্গে যুদ্ধে জড়িয়েছে আসাদ বাহিনী। এমন পরিস্থিতিতে আজ বৃহস্পতিবার মস্কোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। যদিও এর ফলাফল নিয়ে ইতোমধ্যেই সংশয় তৈরি হয়েছে।
ইদলিবে গত কয়েক দিনের হামলা পাল্টা হামলায় তুরস্ক ও সিরিয়ার প্রাণহানিসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বুধবার আঙ্কারা তাদের দুই সেনা নিহত হওয়ার খবর স্বীকার করেছে। এ নিয়ে ইদলিবে নিহত তুর্কি সেনার সংখ্যা সরকারি হিসাবেই অর্ধশত ছাড়িয়ে গেছে।
অন্যদিকে তুরস্ক সিরিয়ার তিনটি যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে। দাবি করেছে তাদের হামলায় আসাদের ছয় শতাধিক সেনা ও ইরান সমর্থিত শিয়া বিদ্রোহী মারা গেছে।
এখনও তুরস্ক সিরিয়ায় সরাসরি রুশ সেনা বা রুশ যুদ্ধ বিমান টার্গেট করেনি। তবে বিদ্যমান পরিস্থিতি অপরিবর্তিত থাকলে তেমন ঘটনা সময়ের ব্যাপার বলে সামরিক বিশ্লেষকদের অনেকেই আশঙ্কা করছেন।
গত সপ্তাহে ভূমধ্যসাগরে ক্রুজ মিসাইল বহনকারী নতুন যুদ্ধজাহাজ পাঠিয়েছে রাশিয়া। ইদলিব থেকে বিদ্রোহীদের হটিয়ে দ্রুত সিরিয়ার যুদ্ধ শেষ করতে উদগ্রীব হয়ে পড়েছেন পুতিন। কিন্তু আঙ্কারার কাছে এই বিদ্রোহী গোষ্ঠীগুলোর কৌশলগত মূল্য অনেক। ফলে বৃহস্পতিবার এরদোয়ান-পুতিনের বৈঠকে ইদলিব নিয়ে সৃষ্ট সংকটের কতটা সমাধান হবে; তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে।
Leave a Reply