ইরাক-ইরান যুদ্ধ চলাকালে ও এল সালভাদোরের গৃহযুদ্ধের সময় জাতিসংঘের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করা হাভিয়ের পেরেজ ডে কুয়েইয়ার আর নেই।
স্থানীয় সময় বুধবার নিজ মাতৃভূমি পেরুতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
আন্তর্জাতিক গণমাধ্যমকে বাবার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তাঁরই ছেলে ফ্রান্সিসকো পেরেজ ডে কুয়েলার।
তিনি বলেন, ‘একটা সপ্তাহ কঠিন সময় পার করার পর অবশেষে না ফেরার দেশে পাড়ি জমালেন আমার বাবা। বুধবার রাত ৮টা ৯ মিনিটে তিনি মারা যান।’
আগামীকাল শুক্রবার সাবেক এই জাতিসংঘ মহাসচিবের শেষকৃত্যের আগে তার মরদেহ রাখা হবে পেরুর পররাষ্ট্র মন্ত্রণালয়ে।
এদিকে গত ১৯ জানুয়ারি হাভিয়ের পেরেজ ডে কুয়েইয়ারের শততম জন্মবার্ষিকীতে তাকে নিয়ে গর্ব ও আনন্দ প্রকাশ করেছিলেন বিশ্ব সংস্থাটির বর্তমান মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। একইসঙ্গে হাভিয়েরের বিভিন্ন ক্ষেত্রে অবদান ও সফলতাকেও গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেছিলেন তিনি।
উল্লেখ্য, হাভিয়ের ১৯৮১ সাল থেকে ১৯৯১ সাল পর্যন্ত জাতিসংঘ মহাসচিবের দায়িত্ব পালন করেন। ১৯৮০ সালে ইরাক-ইরান যুদ্ধ শুরু হওয়ার পর তার নেতৃত্বাধীন জাতিসংঘের মধ্যস্থতায় ১৯৮৮ সালে যুদ্ধবিরতির ঘোষণা আসে।
Leave a Reply