রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০৬:৫৪ পূর্বাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
আজকের সংবাদ শিরোনাম :
ইতালিতে করোনায় মৃত্যু বেড়ে ১০৭, আক্রান্ত ৩ হাজার

ইতালিতে করোনায় মৃত্যু বেড়ে ১০৭, আক্রান্ত ৩ হাজার

করোনা ভাইরাসে ইতালিতে মৃত্যুর সংখ্যা বেড়ে ১০৭ জনে দাঁড়িয়েছে। এরই মধ্যে আক্রান্ত হয়েছে ৩ হাজার ৮৯ জন। এ কারণে দেশটিতে ১৫ মার্চ পর্যন্ত স্কুল, বিশ্ববিদ্যালয়সহ সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে সরকার।

দেশটির জন সুরক্ষা সংস্থা জানিয়েছে, এখন পর্যন্ত ৩ হাজার ৮৯ জন আক্রান্ত হয়েছে। এর মধ্যে মারা গেছে ১০৭ জন। যা আক্রান্তের অনুপাতে ৩.৫ শতাংশ।

আক্রান্তদের মধ্যে অধিকাংশই উত্তর ইতালিতে। এলাকাগুলোর মধ্যে লম্বার্ডিতে ১ হাজার ৮২০ জন, এমিলিয়া-রোমাঙ্গাতে ৫৪৪ জন এবং ভেনেতোতে ৩৬০ জন রয়েছে।

এদিকে চীন থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে বিশ্বজুড়ে নিহত হয়েছে ৩ হাজার ২৮৫ জন। শুধু চীনেই মৃতের সংখ্যা ৩ হাজার ১২ জন। চীনের বাইরে নিহত হয়েছে ২৭৩ জন।

নিহত হওয়া দেশগুলোর মধ্যে ইরানে ৯২, ইটালিতে ১০৭, দক্ষিণ কোরিয়ায় ৩৫, জাপান ৬, ডায়মন্ড প্রিন্সেস জাহাজে ৬, হংকং ২, যুক্তরাষ্ট্র ১১, ফ্রান্স ৪, স্পেন ২, অস্ট্রেলিয়া ২, ইরাক ২, ফিলিপাইন, থাইল্যান্ড, সান ম্যারিনো ও তাইওয়ানে ১ জন করে।

এ ভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ৯৫ হাজার ৪৮১ জনে দাঁড়িয়েছে। চীনে আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ৪৩০ জন। চীনের বাইরে ১৫ হাজার ৫১ জন। আক্রান্তদের মধ্যে ৬ হাজার ৪২০ জনের অবস্থা আশঙ্কানক। এখন পর্যন্ত মোট ৫৩ হাজার ৬৮৮ জন সুস্থ হয়েছে।

বৃহস্পতিবার সকালে চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে, চীনে নতুন করে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ১৬০ জন এবং মারা গেছে ৩১ জন। এ পর্যন্ত মোট আক্রান্ত ৮০ হাজার ৪৩০ জন এবং মারা গেছে ৩ হাজার ১২ জন।

হুবেই প্রদেশের রাজধানী উহান, সেখানাকার একটি জীবন্ত প্রাণী বিক্রির বাজার থেকে ভাইরাসটির উৎপত্তি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। চীন হুবেই প্রদেশকে পুরো দেশ থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে। ওই অঞ্চলের সাথে সকল ধরনের যোগাযোগ বন্ধ রয়েছে।

এদিকে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, প্রতিদিন যে পরিমাণ আক্রান্তের খবর আসছে, তাতে আক্রান্তের আসল খবর জানা যাচ্ছে না।কারণ, ভাইরাসে আক্রান্ত হয়ে যারা হাসপাতালে ভর্তি হচ্ছে, শুধু তাদের হিসেব পরিসংখ্যানে ধরা হচ্ছে। তাই এর প্রকৃত হিসেব বের করা বা জানা খুবই কঠিন ব্যাপার, যা আরেকটি আশঙ্কার কারণ।

চীনের সবগুলো প্রদেশসহ বিশ্বের ৮৪টি দেশে করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। চীনের বাইরে এ পর্যন্ত ১৫ হাজার ৫১ জন শনাক্ত হয়েছে। এর মধ্যে দক্ষিণ কোরিয়ায় ৫ হাজার ৭৬৬ জন। যা চীনের বাইরে সর্বোচ্চ।

ভাইরাস সংক্রমণের কারণে চীন ভ্রমণে সতর্কতা, নিষেধাজ্ঞা জারি এবং কড়াকড়ি আরোপ করেছে অনেক দেশ। ভারত, সিঙ্গাপুর, শ্রীলঙ্কাসহ অনেক দেশ চীন থেকে আগত যাত্রীদের ভিসা বাতিল করেছে।ভাইরাসের কারণে, বিশ্বের অনেক দেশ তাদের নাগরিকদের চীন ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে। চীনে অধিকাংশ বিমান সংস্থার ফ্লাইট বাতিল করা হয়েছে। যুক্তরাষ্ট্র, ব্রিটেন, কানাডা, ফ্রান্সসহ আরও অনেক দেশ তাদের নাগরিকদের চীন থেকে সরিয়ে নিচ্ছে।

এছাড়া, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে (কোভিড-১৯) চীনে ৮ স্বাস্থ্যকর্মীর মৃত্যু হয়েছে। এছাড়া চীনে ৩ হাজার  স্বাস্থ্যকর্মী এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশন এ তথ্য জানিয়েছেন।

চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের সহকারী পরিচালক জেং ইজিন জানান, ভাইরাসটিতে আক্রান্ত হয়ে এরইমধ্যে ৮ জন স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন। এছাড়া ৩ হাজার জন স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন। যা ভাইরাসটিতে মোট আক্রান্ত রোগীদের ৩ দশমিক ৮০ শতাংশ। এর মধ্যে হুবেই প্রদেশে রয়েছে ২ হাজার ৫০২।

গত ডিসেম্বরে চীনে উদ্ভূত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রতিদিনই বাড়ছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা।এখন পর্যন্ত চীনের বাইরে বিশ্বের ৮৪টি দেশে ১৫ হাজার ৫১ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। শুধু চীনেই আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ১৫১ জন।

যেসব দেশে করোনা ভাইরাস আক্রান্ত শনাক্ত হয়েছে-

চীন- ৮০ হাজার ৪৩০ জন, দক্ষিণ কোরিয়া- ৫ হাজার ৭৬৬, ইটালি- ৩ হাজার ৮৯, ইরান- ২ হাজার ৯২২, জাপান- ৩২১, ফ্রান্স- ২৮৫, জার্মানি- ২৬২, স্পেন- ২২৮, যুক্তরাষ্ট্র- ১৫৯, সিঙ্গাপুর- ১১২, হংকং- ১০৩,   সুইজারল্যান্ড- ৯৩, যুক্তরাজ্য- ৮৭, নরওয়ে- ৫৯, কুয়েত- ৫৬, বাহরাইন-৫২, সুইডেন- ৫২, অস্ট্রেলিয়া- ৫০,  মালয়েশিয়া- ৫০, থাইল্যান্ড- ৪৩, তাইওয়ান- ৪২, নেদারল্যান্ড- ৩৮, ইরাক- ৩৫, কানাডা- ৩৪, অস্ট্রিয়া- ২৯, ভারত- ২৯, আরব আমিরাত- ২৮, আইসল্যান্ড- ২৬, বেলজিয়াম- ২৩, আলজেরিয়া- ১৭, ভিয়েতনাম- ১৬, সান ম্যারিনো- ১৬, ডেনমার্ক- ১৫, ইজরাইল- ১৫, লেবানন- ১৫, ওমান- ১৫, ম্যাকাও- ১০, ক্রোয়েশিয়া-১০, ইকুয়েডর- ১০, গ্রীস- ৯, চেক রিপাবলিক- ৮, কাতার- ৮,  ফিনল্যান্ড- ৭, বেলারুশ- ৮, আয়ারল্যান্ড- ৮,    মেক্সিকো- ৬, পর্তুগাল- ৬, রোমানিয়া- ৬, পাকিস্তান- ৫, ফিলিপাইন- ৩, আজারবাইজান- ৩,  জর্জিয়া- ৩,   রাশিয়া- ৩, ব্রাজিল- ৩, মিশর- ৩, চিলি- ৩, ইন্দোনেশিয়া- ২,   আফগানিস্তান-১, অ্যান্ডোরা- ১, আর্মেনিয়া- ১,    কম্বোডিয়া- ১, ডমিনিকান রিপাবলিক- ১, এস্তোনিয়া- ২,  জর্ডান- ১, লাটভিয়া- ১, লিথুনিয়া- ১, লুক্সেমবার্গ – ১, উত্তর ম্যাসেডোনিয়া- ১, মোনাকো- ১, মরোক্কো- ১, নেপাল- ১, নিউজজিল্যান্ড- ৩, নাইজেরিয়া- ১, সৌদি আরব- ২, হাঙ্গেরি- ২, তিউনিশিয়া- ১, ইউক্রেন- ১, আর্জেন্টিনা- ১, লিচেনস্টেইন- ১, পোল্যান্ড- ১, স্লোভেনিয়া- ১, সেনেগাল- ৪,  শ্রীলঙ্কা- ১ ও তিউনিশিয়া- ১ জন। এর বাইরে ডায়মন্ড প্রিন্সেস জাহাজে ৭০৫ জন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.

আর্কাইভ

March 2020
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
242526272829  

Weather

booked.net




© All Rights Reserved – 2019-2021
Design BY positiveit.us
usbdnews24